
বাংলা চলচ্চিত্রের এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী এবং ‘মিস ক্যালকাটা’ খ্যাত জয়শ্রী কবির আর নেই। সোমবার (১২ জানুয়ারি) লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন বৃহস্পতিবার রাতে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান যে, প্রয়াণের আগে বেশ কিছু কাল ধরে জয়শ্রী কবির গুরুতর অসুস্থ ছিলেন। লন্ডনের স্থানীয় চলচ্চিত্রকর্মীদের মাধ্যমে তার মৃত্যুর সংবাদটি দেশে এসে পৌঁছায়। জয়শ্রী কবিরের মৃত্যুতে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের চলচ্চিত্রের গুণগত মান উন্নয়নে জয়শ্রী কবির অসামান্য অবদান রেখেছেন বলে উল্লেখ করেছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ। এক শোক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায় যে, বাংলা ভাষার চলচ্চিত্রের এই গুণী শিল্পী তাদের অত্যন্ত নিকটজন ছিলেন এবং তার চলে যাওয়া চলচ্চিত্র জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। প্র
খ্যাত চলচ্চিত্র নির্মাতা আলমগীর কবিরের ভাগ্নে জাভেদ মাহমুদও সামাজিক যোগাযোগমাধ্যমে তার মামির মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছেন। তিনি স্মরণ করেন যে, জয়শ্রী কবির সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা ‘প্রতিদ্বন্দ্বী’ ছাড়াও আলমগীর কবিরের নির্দেশনায় ‘সীমানা পেরিয়ে’, ‘রূপালি সৈকতে’ এবং ‘সূর্য কন্যা’র মতো আলোচিত চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন।
সাংস্কৃতিক কর্মীদের সূত্রে জানা গেছে, জয়শ্রী কবির কয়েক মাস ধরেই লন্ডনের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। সিঙ্গাপুরে বসবাসরত তার একমাত্র সন্তান লেনিন সৌরভ কবির মাসখানেক আগে লন্ডন এসে মাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে গিয়েছিলেন। ১৯৫২ সালে কলকাতায় জন্মগ্রহণ করা এই অভিনেত্রী ১৯৬৮ সালে ‘মিস ক্যালকাটা’ উপাধি লাভ করেন।
১৯৭০ সালে সত্যজিৎ রায়ের হাত ধরে চলচ্চিত্র জগতে তার পথচলা শুরু হয়। ১৯৭৬ সালে মহানায়ক উত্তম কুমারের বিপরীতে ‘অসাধারণ’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।
জয়শ্রী কবিরের ব্যক্তিগত ও কর্মজীবনের একটি বড় অংশজুড়ে ছিল বাংলাদেশ। ‘সূর্য কন্যা’ ছবিতে অভিনয়ের সুবাদে তিনি ঢাকায় আসেন এবং পরবর্তীতে চলচ্চিত্র পরিচালক আলমগীর কবিরকে বিয়ে করে এদেশেই স্থায়ী হন। বিয়ের পর তিনি জয়শ্রী রায় থেকে জয়শ্রী কবির নামে পরিচিতি লাভ করেন।
আলমগীর কবিরের সঙ্গে বিচ্ছেদের পর তিনি কলকাতায় ফিরে যান এবং পরবর্তীতে ছেলেকে নিয়ে লন্ডনে পাড়ি জমান। বাংলাদেশের চলচ্চিত্রে জয়শ্রী-বুলবুল আহমেদ জুটি অত্যন্ত জনপ্রিয় ছিল। এই জুটির ‘সীমানা পেরিয়ে’, ‘মোহনা’, ‘পুরস্কার’ ও ‘রূপালি সৈকতে’র মতো সিনেমাগুলো আজও দর্শকদের মনে দাগ কেটে আছে।