
মিরপুরের কালো মাটির পিচ নিয়ে চলছে তুমুল আলোচনা। ব্যাটসম্যানদের জন্য ভয়ংকর, কিন্তু স্পিনারদের জন্য স্বর্গ এই উইকেটটি এখন ক্রিকেট দুনিয়ার কৌতূহলের কেন্দ্রবিন্দু। উইন্ডিজের বাঁহাতি স্পিনার আকিল হোসেইনও অবাক হয়েছেন এই পিচ দেখে।
প্রথম ম্যাচে স্কোয়াডে না থাকা আকিল হোসেইন বললেন, আমি ওয়েস্ট ইন্ডিজে বসে টিভিতে ম্যাচ দেখছিলাম। পিচটা এত কালো দেখে ভেবেছিলাম, টিভিটা নষ্ট হয়ে গেছে! পরে বুঝলাম, এটা আসলেই কালো মাটি।
এতটাই যে সিরিজের মাঝপথে দুই দল স্পিনার ঢুকিয়েছে দলে। বাংলাদেশের নাসুম সফল ছিলেন, তবে উইন্ডিজের আকিল হোসেইন তাকেও ছাপিয়ে গেছেন। সুপার ওভারে দলের নায়ক বনে গেছেন।
প্রথম ম্যাচে তিনি দলে ছিলেন না। সে প্রসঙ্গে আকিল বলেন, ‘আমার মধ্যে ওইরকম কোনো চিন্তা আসেনি। যারা নির্বাচনের দায়িত্বে, সিদ্ধান্ত নেওয়া তাদের কাজ। আমি শুধু উপভোগ করতে চাই, যতটুকু পারি ভালো খেলতে চাই, বাকি সিদ্ধান্ত তাদের ওপরই ছেড়ে দিই।
মিরপুরের এমন স্পিন-বান্ধব উইকেট ক্রিকেটের জন্য ভালো কি না, সে প্রশ্নে তিনি রসিক ভঙ্গিতে বলেন, ‘আজ (গতকাল) আমরা একটা রেকর্ড করলাম—৫০ ওভার স্পিনে! আপনি বলুন, দুনিয়ার কোথায় এমন দেখেছেন? দারুণ ম্যাচ ছিল, রোমাঞ্চকরও বটে, কিন্তু এইটুকুই বলব।