
মিয়ানমারের সেনাবাহিনী দেশটির একটি জালিয়াতি কেন্দ্রে অভিযান চালানোর পর চলতি সপ্তাহে ১ হাজারের বেশি লোক দেশটি থেকে থাইল্যান্ডে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের বেশিরভাগই চীনা নাগরিক বলে জানা গেছে।
শুক্রবার (২৪ অক্টোবর) থাইল্যান্ডের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
এএফপির প্রতিবেদন অনুসারে, মিয়ানমারে বছরের পর বছর ধরে চলা গৃহযুদ্ধের ফলে সীমান্ত এলাকায় সাইবার জালিয়াতি চক্রগুলো আস্তানা গেড়েছে। প্রতারকরা সেখান থেকে অনলাইনের মাধ্যমে জালিয়াতি করে।
থাইল্যান্ডের তাক প্রাদেশিক কার্যালয় জানিয়েছে, গত বুধবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত ১ হাজার ৪৯ জন মানুষ মিয়ানমার থেকে মায়ে সোট জেলায় অনুপ্রবেশ করেছে।
বিবৃতিতে তারা জানিয়েছে, অনুপ্রবেশকারীদের মধ্যে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, মিয়ানমার, থাইল্যান্ড ও আরো এক ডজনেরও বেশি দেশের নাগরিক রয়েছে।
থাইল্যান্ডের ইমিগ্রেশন ব্যুরো জানিয়েছে, দেশে অনুপ্রবেশ করা বেশিরভাগই চীনা নাগরিক। তারা সবাই পুরুষ।