
ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের দারুণ সেঞ্চুরির সুবাদে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৭ রানে পরাজিত করেছে ব্ল্যাক ক্যাপরা। তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে এই জয়ে নিউজিল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে গেছে।
টসে হেড়ে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৬৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। কিউইদের পক্ষে সর্বোচ্চ রান আসে মিচেলের ব্যাট থেকে। ১১৮ বলে ১১৯ রানের ইনিংস খেলেন তিনি। যেখানে ছিল ১২টি চার ও ২টি ছক্কা। এছাড়া ডেভন কনওয়ে ৪৯, মাইকেল ব্রেসওয়েল ৩৫ এবং জ্যাক ফকস ২২ রান করেন।
নিউজিল্যান্ডের সাত উইকেটের মধ্যে তিন উইকেট নেন সিলস ও দুটি উইকেট পান ম্যাথু ফোর্ড।
লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের শুরু ভালো হয়নি। তৃতীয় ওভারেই জন ক্যাম্পবেল ১০ রান করেই আউট হন কাইল জেমিসনের ব্যাক অব লেংথ ডেলিভারিতে। পরে অ্যালিক আথানাজে ও কার্টি ৬০ রানের জুটি গড়ে চেষ্টা করেন দলকে এগিয়ে রাখার, কিন্তু আথানাজে ২৯ ও কার্টি ৩২ রানে আউট হন। শাই হোপ ৩৭ এবং রাদারফোর্ড ৫৫ রানের ইনিংস খেললেও দলের প্রয়োজনীয় রানের চাপ সামলাতে পারেননি।
শেষ দিকে রোমারিও শেফার্ড ও জাস্টিন গ্রিভস ২৬ ও ৩৮ রান করে অপরাজিত থাকলেও প্রয়োজনীয় রান তুলতে ব্যর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। শেষ ওভারে মাত্র ৭ রানের ব্যবধানে ম্যাচ হারে ক্যারিবিয়ানরা। নিউজিল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন জেমিসন, একটি করে উইকেট নেন হেনরি, জ্যাক ফকস ও স্যান্টনার।
এই জয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ১৯ নভেম্বর নেপিয়ারে অনুষ্ঠিত হবে।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ২৬৯/৭ (৫০ ওভার, মিচেল ১১৯, কনওয়ে ৪৯, ব্রেসওয়েল ৩৫; সিলস ৩/৪১)
ওয়েস্ট ইন্ডিজ: ২৬২/৬ (৫০ ওভার, রাদারফোর্ড ৫৫, গ্রিভস ৩৮, হোপ ৩৭; জেমিসন ৩/৫২)