
বিপিএলের চলতি আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মাঠে যেমন তার ব্যাটে দারুণ ছন্দ, তেমনই মাঠের বাইরে তার পেশাদার আচরণ কোচিং স্টাফকেও মুগ্ধ করেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রংপুরের প্রধান কোচ মিকি আর্থার সংবাদ সম্মেলনে এসে মাহমুদউল্লাহর প্রশংসা করেছেন।
মাহমুদউল্লাহ সম্পর্কে আর্থার বলেন, ‘মাহমুদউল্লাহ খুবই পেশাদার। আগে প্রতিবারই তাকে প্রতিপক্ষ দলে দেখেছি। তার মতো মানুষকে কাছ থেকে চেনা, তার সঙ্গে কাজ করা সত্যিই দারুণ অভিজ্ঞতা।’
মাহমুদউল্লাহর মেধার প্রশংসাও করে আর্থার বলেন, ‘তার প্রস্তুতি দুর্দান্ত। সে জানে কখন কী করতে হবে। আর এ কারণেই সে ফলাফল পাচ্ছে। যে ম্যাচে রিয়াদ ভালো করতে পারেনি, ওই দিন সে খুব হতাশ ছিল। কিন্তু পরের ম্যাচেই দেখলাম, কী দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে।’’
মিকি আর্থারের চোখে অবশ্য সবচেয়ে বড় বিষয় পারফরম্যান্সের বাইরের মানুষ মাহমুদউল্লাহ, ‘তার সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। তবে এর চেয়েও বেশি মুগ্ধ হয়েছি মানুষ রিয়াদকে চেনে।’