
নব্বই মিনিট পেরিয়ে যোগ করা ছয় মিনিটের পঞ্চম মিনিটে তখন খেলা চলছিল। ম্যাচে এগিয়ে থেকে ১৪ বছরের মধ্যে প্রথম শিরোপার স্বপ্ন দেখতে শুরু করেছিল মার্সেই। কিন্তু শেষ মুহূর্তে সব ওলটপালট করে দিল পিএসজি। গন্সালো রামোসের নাটকীয় গোলে ম্যাচ গড়াল টাইব্রেকারে, সেখানে প্রথম দুটি শট ঠেকিয়ে নায়ক হয়ে উঠলেন গোলরক্ষক লুকাহ শুভালিয়ে। শেষ পর্যন্ত আবারও ফরাসি সুপার কাপ জিতল লুইস এনরিকের দল।
কুয়েতে বৃহস্পতিবার অনুষ্ঠিত ফরাসি সুপার কাপের ম্যাচটি নির্ধারিত সময় শেষে ২–২ গোলে সমতায় শেষ হয়। পরে টাইব্রেকারে ৪–১ গোলে জিতে ট্রফি উঁচিয়ে ধরে ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজি।
এ নিয়ে টানা চতুর্থবার এবং সব মিলিয়ে রেকর্ড ১৪তম ফরাসি সুপার কাপ জিতল প্যারিসের ক্লাবটি। সবশেষ ১৩ আসরের মধ্যে ১২ বারই শিরোপা গেছে তাদের ঘরে।
ম্যাচের ১৩তম মিনিটে ব্যালন দ’র জয়ী ও ফিফা বর্ষসেরা উসমান দেম্বেলের গোলে এগিয়ে যায় পিএসজি। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে মার্সেই। ৭৬তম মিনিটে স্পট-কিক থেকে সমতা ফেরান ম্যাসন গ্রিনউড। এরপর ৮৭তম মিনিটে পিএসজির ডিফেন্ডার উইলিয়ান পাচোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় মার্সেই।
পরাজয় তখন সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল। কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গন্সালো রামোসের গোলে আবার সমতায় ফেরে পিএসজি। মাঝমাঠ থেকে ভিতিনিয়ার উঁচু করে বাড়ানো বল হেডে নামিয়ে দেন ব্রাডলি বার্কোলা, আর ছয় গজ বক্সের মুখ থেকে ভলিতে জালে পাঠান বদলি নামা পর্তুগিজ ফরোয়ার্ড রামোস।
টাইব্রেকারেও নিজের দায়িত্ব পালন করেন রামোস। পিএসজির হয়ে বাকি তিনটি শটে গোল করেন ভিতিনিয়া, নুনো মেন্দেস ও দিজিরে দুয়ে। অন্যদিকে মার্সেইয়ের দুটি শট ঠেকিয়ে ম্যাচের প্রকৃত নায়ক হয়ে ওঠেন গোলরক্ষক লুকাহ শুভালিয়ে।
গত আগস্টে পিএসজির হয়ে অভিষেক ম্যাচেও টাইব্রেকারে নায়ক হয়েছিলেন শুভালিয়ে। সেবার উয়েফা সুপার কাপে টটেনহ্যাম হটস্পারের একটি শট ঠেকিয়ে দলকে শিরোপা এনে দেন তিনি।
উল্লেখ্য, আগের মৌসুমে লিগ আঁ ও ফরাসি কাপজয়ী দুই দলের মধ্যে এক ম্যাচের ভিত্তিতে অনুষ্ঠিত হয় ফরাসি সুপার কাপ। গত মৌসুমে দুটি শিরোপাই জেতায় পিএসজির প্রতিপক্ষ হয় লিগ আঁয়ের রানার্সআপ মার্সেই। ২০১১–১২ মৌসুমে ফরাসি কাপ জয়ের পর থেকে এখনো কোনো শিরোপার মুখ দেখেনি মার্সেই।