
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াজির মোহাম্মদ। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের শুরুর দিকের তারকা এবং বিখ্যাত মোহাম্মদ ভাইদের মধ্যে তিনি ছিলেন সবার বড়। ৯৫ বছর বয়সে মারা গেলেন এই কিংবদন্তি ক্রিকেটার।
দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের বার্মিংহ্যাম শহরে বসবাস করছিলেন ওয়াজির মোহাম্মদ। সোমবার (১৩ অক্টোবর) শেষ নিশ্বাস ত্যাগ করেন। খবরটি নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি।
পাকিস্তানের জার্সিতে ২০টি টেস্ট ম্যাচ খেলে রান করেছেন ৮০১। ১৯৫০-৬০ দশকে পাকিস্তান ক্রিকেটের উত্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ওয়াজির মোহাম্মদ।
ওয়াজির মোহাম্মদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রেসিডেন্ট মহসিন নাকভি। এক শোকবার্তায় তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেটে ওয়াজির মোহাম্মদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করি।’
পাকিস্তানের মোহাম্মদ ভাইদের গল্প ক্রিকেট ইতিহাসে কিংবদন্তির অংশ। আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বেশি পরিচিত হানিফ মোহাম্মদ, যার নামের পাশে লেখা আছে ৪৯৯ রানের ঐতিহাসিক ইনিংস। সেই হানিফেরই বড় ভাই ছিলেন ওয়াজির মোহাম্মদ, যিনি নিজেও পাকিস্তান ক্রিকেটে ছিলেন সম্মানিত ও সমাদৃত।