
সবার আগে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হয়েছে লাতিন আমেরিকা। যেখানে থেকে সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ব্রাজিলসহ ছয় দল। যার কারণে চলমান ফিফা উইন্ডোতে যেখানে অন্য দলগুলো বিশ্বকাপের টিকিটের জন্য লড়াই করছে, সেখানে প্রীতি ম্যাচ খেলে নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছে লাতিনের দলগুলো।
এশিয়া সফরে আজ (শুক্রবার) বিকালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামীকাল সকালে ভেনিজুয়েলার বিপক্ষে এবং ১৪ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচটি লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি হোম ভেন্যু মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় অনুষ্ঠিত হবে।
তবে লাতিন অঞ্চল থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন না করতে পারা ভেনিজুয়েলাকে ছোট করে দেখছেন না আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তবে এই দুই ম্যাচে আর্জেন্টাইন মাস্টারমাইন্ডের মূল লক্ষ্য নতুন খেলোয়াড় খুঁজে বের করা এবং ২০২৬ বিশ্বকাপের জন্য প্রস্তুত করা।
স্কালোনি বলেন, ‘আমরা এই আসন্ন খেলাগুলোতে নতুন খেলোয়াড়দের খুঁজে বের করার চেষ্টা করব, যাতে তারা আমাদের মতো করে খেলতে পারে কি না, তা দেখতে পারি। আমরা মনে করি যে, এই জার্সি পরে যখনই কোনো ম্যাচ হয়, তা সে কোনো অফিশিয়াল প্রতিযোগিতা হোক বা প্রীতি, এটি অনন্য কিছু। আমাদের জন্য কখনো প্রীতি ম্যাচ হয় না, খেলোয়াড়দের জন্যও নয়, এবং তারা এটি খুব ভালো করেই জানে।’