
চণ্ডীগড়ে পাঁচ ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ৫১ রানে হারিয়ে সিরিজে ১–১ সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা।
১৮ বলে ভারতের প্রয়োজন ছিল ৭২ রান। অসম্ভব প্রায় এই সমীকরণেও তিলক বর্মা ও জিতেশ শর্মার ঝড়ো ব্যাটিংয়ে শেষদিকে নতুন আশার সঞ্চার হয়। চার বলেই আসে ১৫ রান—ধারাভাষ্যকারদের মনে তখনও সম্ভাবনার আলো। ভারতের হাতে ছিল ৫ উইকেট।
কিন্তু পরের দৃশ্যপট ভিন্ন চিত্র আঁকে। মাত্র ৫ রানের ব্যবধানে শেষ পাঁচ উইকেট হারিয়ে ৫ বল বাকি থাকতেই ভারত থেমে যায় ১৬২ রানে।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ২১৩ রান তোলে ৪ উইকেটে। ওপেনার কুইন্টন ডি কক খেলেন বিধ্বংসী ইনিংস—৪৬ বলে ৯০ রান, ৫ চার ও ৭ ছক্কায় সাজানো। শেষ দিকে ডোনোভান ফেরেইরা (১৬ বলে ৩০*) এবং ডেভিড মিলারের (১২ বলে ২০*) ব্যাটে বড় সংগ্রহ পায় প্রোটিয়ারা।
জবাবে ভারতকে লড়াইয়ে রাখতে লড়েছেন কেবল তিলক বর্মা। পাঁচ নম্বরে নেমে ৩৪ বলে ৬২ রানের আকর্ষণীয় ইনিংস উপহার দেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান ২৭ জিতেশ শর্মার ব্যাট থেকে।
১৮তম ওভারে লুথো শিপামলার বলে জিতেশ আউট হওয়ার পরই ভারতের ব্যাটিং লাইনে ধস নামে। পরের ওভারে ওটনেইল বার্টমান একাই তুলে নেন শিবম দুবে, অর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তীর উইকেট। শেষ ওভারের প্রথম বলেই লুঙ্গি এনগিডির বলে তিলক আউট হলে ভারতের ইনিংসের শেষটান পড়ে।
১৪ ডিসেম্বর ধর্মশালায় সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২১৩/৪ (ডি কক ৯০, ফেরেইরা ৩০*; বরুণ ২/২৯)
ভারত: ১৬২ (তিলক ৬২, জিতেশ ২৭; বার্টমান ৪/২৪)
ফল: দক্ষিণ আফ্রিকা ৫১ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: কুইন্টন ডি কক