
সম্প্রতি পূর্বাচলে উইকেটের মাটি চুরি নিয়ে ক্রিকেট মহলে বেশ শোরগোল হয়েছে। ২০ হাজার সিএফটি মাটি পড়ার কথা ছিল পূর্বাচলে। কিন্তু দেখা যায় ৭ হাজার ৫০০ সিএফটি মাটি আছে। বাকি প্রায় ১২ হাজার ৫০০ সিএফটি মাটি উধাও হয়ে গিয়েছে। তাতে বিসিবির ক্ষতি হয়েছে প্রায় ২৪ লাখ টাকা। যদিও মাঠ থেকে মাটি চুরি হয়েছে নাকি মাটি মাঠেই পৌঁছায়নি, সেই বিষয়ে নিশ্চিত নয় বিসিবি।
এবার মাটি উধাও হওয়ার বিষয়টি তদন্ত করতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ক্রিকেট বোর্ড। যেখানে বিসিবির দুই জন এবং বাইরের দুই জন তদন্ত কর্মকর্তা থাকবেন। বিষয়টি গতকাল বিসিবির মিটিং শেষে জানিয়েছেন পরিচালক খালেদ মাসুদ পাইলট। দ্রুত সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট পাওয়া যাবে বলে আশাবাদী পাইলট।
এছাড়াও গতকাল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন এবং বিসিবি পরিচালক মোকছেদুল বাবু। আমজাদ হোসেন জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে ঢাকায় এবং চট্টগ্রামে অনুষ্ঠিত হবে রাইজিং স্টার অনূর্ধ্ব-২৩ ক্রিকেট টুর্নামেন্ট। এছাড়াও সিলেটে বিপিএলের উদ্বোধনী দিনের দুই ম্যাচের টিকিট ‘সোল্ড আউট’ বলে জানিয়েছেন মিডিয়া কমিটির এই চেয়ারম্যান।
অন্যদিকে গেল কয়েক দিন ধরে বিসিবি পরিচালক ও সিসিডিএমের চেয়ারম্যান আদনান রহমান দীপনের করা মন্তব্য নিয়ে চলছে বেশ আলোচনা-সমালোচনা। একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপন বলেছিলেন, বিসিবিতে গেল ছয় মাসে যে দুর্নীতি হয়েছে, তা ছাড়িয়ে গিয়েছে নাজমুল হাসান পাপনের এক যুগের বেশি শাসন আমলকেও।
যদিও আদনান দীপনের করা মন্তব্যকে ব্যক্তিগত বলে আখ্যা দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গতকাল দীপনের করা মন্তব্য ক্রিকেট বোর্ডকে বিব্রত করেছে বলে জানিয়েছেন, পরিচালক মোকছেদুল বাবু। এবং তার কথাটিতে ‘স্লিপ অব টাং’ বলে আখ্যায়িত করেছেন মোকছেদুল বাবু। তিনি বলেন, ‘দুর্নীতি ইস্যুতে আদনান দীপনের স্লিপ অব টাং আমাদের বিব্রত করেছে।’