
ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে দু’দল। এই সিরিজের আগেই মাইলফলকের হাতছানি লিটন দাসের সামনে।
আর ৭১ রান করলেই বাংলাদেশের ষষ্ঠ ব্যাটার হিসেবে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন লিটন। ২০১৫ সালে ফতুল্লায় ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় লিটনের। অভিষেক টেস্টে একবার ব্যাট করার সুযোগ পান তিনি। ৪৫ বলে ৪৪ রান করেছিলেন তিনি।
দেশের হয়ে এখন পর্যন্ত ৫০ টেস্ট খেলেছেন লিটন। ৪ সেঞ্চুরি ও ১৮ হাফ-সেঞ্চুরিতে ৩৪.০৫ গড়ে ২৯২৯ রান করেছেন তিনি। ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে মাত্র ৭১ রান প্রয়োজন তার।
বাংলাদেশের হয়ে পাঁচ ব্যাটার টেস্টে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। তারা হলেন- মুশফিকুর রহিম (৯৮ টেস্টে ৬৩২৮ রান), তামিম ইকবাল (৭০ টেস্টে ৫১৩৪ রান), মুমিনুল হক (৭৩ টেস্টে ৪৬২৭ রান), সাকিব আল হাসান (৭১ টেস্টে ৪৬০৯ রান) এবং হাবিবুল বাশার (৫০ টেস্টে ৩০২৬ রান)।