
কানাডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে আতলেতিকো অটোয়ার বিপক্ষে মাঠে নামে সামিত সোমের দল ক্যাভালরি এফসি। ১-১ গোলে সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। অতিরিক্ত সময়ের খেলায় ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে সামিতের ক্যাভালরি এফসি।
তবে মাঠের খেলা ছাপিয়ে আলোচনায় ছিল এই ম্যাচে আলোচনায় আবহাওয়া। কানাডার রাজধানী অটোয়ার টিডি প্লেস স্টেডিয়ামে মাইনাস ২ ডিগ্রিতে খেলতে হয়েছে দুই দলকে। পুরো মাঠ ছিল তুষারে ঢাকা। যেখানে খেলতে বেশ বেগ পেতে হয়েছে উভয় দলের ফুটবলারদের।
পুরো ম্যাচজুড়েই ছিল তুষারপাত। এতে করে বারবার বন্ধ হয়েছে খেলা। তুষার সরাতে বেশ সময় লেগেছে। কনকনে শীতের কারণে খেলোয়াড়দের ড্রেসিংরুমে পাঠানো নিয়ে হয়েছে বিতর্ক। সব মিলিয়ে ফাইনাল শেষ হতে সময় লেগেছে প্রায় ৪ ঘণ্টা।
দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে বলা হয়েছে, মৌসুমের প্রথম বড় তুষারঝড় বইছিল কানাডার অন্টারিও প্রদেশজুড়ে। এ দিন অটোয়ায় প্রায় ২০ সেন্টিমিটার তুষার জমা হয়।

ফাইনালে শুরুর একাদশে ছিলেন বাংলাদেশি ফুটবলার সামিত সোম। ১০৫ মিনিটে খেলেছেন তিনি। ফুটবলবিষয়ক ওয়েবসাইট সাইট ফুটমবের তথ্য মতে, সামিত লক্ষ্যে শট নিতে পেরেছেন একটি, তবে সেটিও সফল হয়নি। মোট পাস দিয়েছেন ৩০টি, জায়গামতো পৌঁছেছে ১৬টি। আর লম্বা করে বল বাড়িয়েছেন ৭ বার, এর মধ্যে একটিই শুধু জায়গামতো গেছে। ফাইনালে সামিতের সোমের রেটিং ছিল ৬.৩।