
ভারতের হিমাচল প্রদেশের ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। মঞ্চে অভিনয় করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বরেণ্য মঞ্চ অভিনেতা অমরেশ মহাজন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, হিমাচল প্রদেশের চাম্বা চৌগানে রাজা দশরথের চরিত্রে অভিনয় করছিলেন। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তার পাশে বসে থাকা সহ-অভিনেতার গায়ে ঢলে পড়েন। এমন পরিস্থিতিতে তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শ্রী রামলীলা ক্লাব, চাম্বার সভাপতি স্বপন মহাজন বলেন, ‘উনি মঞ্চে অসুস্থ হয়ে পড়ে যান। আমরা দ্রুতই হাসপাতালে নিয়ে যাই, কিন্তু শেষ রক্ষা হয়নি। ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন। আমরা সবাই শোকাহত।’
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের দিকে চাম্বা চৌগানে রামলীলা মঞ্চায়ন হচ্ছিল। অমরেশ মহাজন রাজা দশরথের সিংহাসনে বসে ডায়লগ বলছিলেন। তার পাশে একজন ঋষির চরিত্রে অভিনেতা ছিলেন। ডায়লগের মাঝখানে হঠাৎ করে তিনি বাঁ দিকে হেলে পড়েন এবং তার মাথা পাশে বসে থাকা অভিনেতার কাঁধে পড়েন। প্রথমে সবাই ভাবেন অভিনয়েরই অংশ। কিন্তু কয়েক সেকেন্ড পর সবাই আঁচ করতে পারেন কোন একটা সমস্যা হয়েছে।
অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়া শোকপ্রকাশ করেছেন অমরেশের ভক্তরা। একজন লিখেছেন, ‘আমি টিভিতে সরাসরি মৃত্যুত ভিডিওটি দেখেছি। ময়নাতদন্ত ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যায় না। হার্ট অ্যাটাক আর কার্ডিয়াক অ্যারেস্ট ভিন্ন বিষয়।’ অন্য একজন লিখেছেন, ‘তার আত্মার শান্তি কামনা করছি।’