
বিশাল ভূমিকম্পে কেঁপে উঠেছে পুরো বাংলাদেশ। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়। যার প্রভাব পড়েছে বাংলাদেশ-আয়ারল্যান্ডের দ্বিতীয় টেস্টেও। কিছুক্ষণ বন্ধ ছিল খেলা।
চলমান এই টেস্টে দলে নেই পেসার তাসকিন আহমেদ। তবে ভয়াবহ এই ভূমিকম্প নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এই টাইগার পেসার। তিনি লেখেন, ‘এই ভূমিকম্প আমাদের স্মরণ করিয়ে দেয়… দুনিয়া ক্ষণস্থায়ী। আর আশ্রয় একমাত্র আল্লাহর কাছেই। আল্লাহ সবাইকে হেফাজত করুন।’
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৫। এর কেন্দ্রস্থল নরসিংদী। ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।
ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।