
হঠাৎ রেগে মাঠ ছেড়ে বের হয়ে গিয়েছিলেন নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ খালেদ মাহমুদ। তবে তার ও টিম ম্যানেজমেন্টের ‘ভুল বোঝাবুঝির’ অবসান হয়েছে। আবারও দলের সঙ্গে যোগ দিয়েছেন যোগ দিয়েছেন সুজন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আসে নোয়াখালী এক্সপ্রেস। স্টেডিয়ামের আউটার মাঠে ক্রিকেটাররা অনুশীলনের জন্য নেমেছিলেন। এক পর্যায়ে স্টেডিয়াম ছেড়ে হাঁটা দেন তিনি। এ সময় কোথায় যাচ্ছেন তিনি—এমন প্রশ্ন করতেই ক্ষুব্ধ সুজন বলেন, ‘আমি কোনোভাবেই বিপিএল করবো না।’
মূলত অনুশীলনে পর্যাপ্ত বল না পাওয়ার ক্ষোভ থেকে দুপুরে সিএনজিতে চড়ে মাঠ ছাড়েন কোচ সুজন। তবে এই পুরো ঘটনাটিই মুহূর্তের উত্তেজনা বলে জানিয়েছেন তিনি।
পরে বিকালে গণমাধ্যমকে সুজন বলেন, ‘এটা ভুল বোঝাবুঝি। মুহূর্তের উত্তেজনায় হয়তো এ রকম একটা বিষয় হয়েছে। কিন্তু আমার পেছনে দাঁড়িয়ে থাকা মালিকপক্ষের দুজনকে ধন্যবাদ। ওনারা আমার সঙ্গে কথা বলেছেন, বিসিবির পক্ষ থেকেও আমার সঙ্গে কথা বলেছে।’
হঠাৎ রেগে যাওয়ার কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘ট্রেনিংয়ে ফ্যাসিলিটি ছিল না, যে ইকুইপমেন্টগুলো দরকার পাইনি। তখন আমার একটু মেজাজ খারাপই হয়েছে। আমি হয়তো একটু বাজে ব্যবহার করে ফেলেছি আর কী।’