
ব্যর্থ এশিয়া কাপ মিশন শেষে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। চোটের কারণে এই সিরিজে নেই অধিনায়ক লিটন দাস। তার জায়গায় দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। তবে ভিসা জটিলতায় দেশ ছাড়তে পারেননি এই টাইগার ওপেনার।
আফগানদের বিপক্ষে ২, ৩ ও ৫ অক্টোবর শারজায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তবে সিরিজের দুদিন আগেও সৌম্য ভিসা পাননি। এতেই তার প্রথম টি-টোয়েন্টিতে খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
আজ (মঙ্গলবার) সৌম্যের ভিসা পাওয়ার কথা থাকলেও তা হয়নি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘তার (সৌম্য) ভিসা এখনও আসেনি। আমরা আশা করেছিলাম আজই চলে আসবে, কিন্তু এখন সময় লাগবে। ভিসা পাওয়ার ওপর নির্ভর করছে, তাই আমরা বলতে পারছি না যে তিনি প্রথম ম্যাচে খেলতে পারবেন কিনা।’
এ দিকে চোটের কারণে এশিয়া কাপের সুপার ফোরে শেষ দুই ম্যাচ খেলতে পারেননি লিটন দাস। তিনি এখনও দুবাইতে আছেন। ১ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।