
রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। এক সময় ২০৩০ সাল পর্যন্ত নতুন চুক্তির পথে থাকা ব্রাজিলিয়ান তারকার সঙ্গে এখন কোনো নতুন আলোচনাই চলছে না। কয়েক মাস ধরে আলাপ-আলোচনা বন্ধ থাকায় অনিশ্চয়তা আরও বেড়েছে।
এর মধ্যেই শোনা যাচ্ছে, ক্লাবের নতুন কোচ জাবি আলোনসোর সঙ্গে তার সম্পর্কও শীতল হয়ে আছে। ২৫ বছর বয়সী এই উইঙ্গারের বর্তমান চুক্তি ২০২৭ সাল পর্যন্ত।
চলতি বছরের শুরুতে চুক্তি নবায়নের বিষয়ে রিয়াল ও ভিনিসিয়ুস দুই পক্ষই প্রায় একমত হয়েছিল। তখন প্রস্তাবিত চুক্তির মেয়াদ ছিল ২০৩০ পর্যন্ত, বার্ষিক বেতন প্রায় ১৮ মিলিয়ন ইউরো; যা তার বর্তমান ১৫ মিলিয়ন ইউরো বেতনের চেয়ে অনেক বেশি।
কিন্তু সেই আলোচনাগুলো এখন সম্পূর্ণ থমকে আছে। ভবিষ্যতে নতুন বৈঠকের কোনো তারিখও নির্ধারিত হয়নি। সবকিছুই শুরু হয় জুলাই মাসের ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে। সেখানে নতুন কোচ জাবি আলোনসো তাকে বেঞ্চে বসিয়ে রাখেন। সেই সিদ্ধান্তের পর থেকেই দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। তবে সম্পর্কের সবচেয়ে বড় ফাটল দেখা দেয় গত মাসে, এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে।