
হ্যাভিয়ের কাবরেরার সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চুক্তি শেষের দিক। এই স্প্যানিশ কোচকে নতুন করে আর বাংলাদেশের ডাগআউটে দেখতে চান না বেশিরভাগ সমর্থক। তবে এ ব্যাপারে এখনও নিরব বাফুফে। তবে উন্নতমানের কোচ আনার ক্ষেত্রে সাহায্যের হাত বাড়াতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া স্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘বাফুফেকে উন্নত মানের ইউরোপীয় পর্যায়ের কোচ আনা এবং নারী খেলোয়াড়দের বেতনবৃদ্ধি— এই দুইটা খাতের জন্য আসলে কোথা থেকে অর্থের জোগাড় করা যায় সেটা ভাবছি। হয় আমরা অর্থ মন্ত্রণালয় থেকে নেব অথবা যে ফান্ড আছে, সেখান থেকে সোর্স করে বাফুফেকে একটা ফান্ড দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি।’

তবে হ্যাভিয়ের কাবরেরার জায়গায় অন্য কোচ আনা বাফুফের সিদ্ধান্ত জানিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘সেটা (নতুন কোচ আনা) বাফুফের সিদ্ধান্ত। তবে ভালো কোচ আনতে গেলে একটা আর্থিক ব্যাপার আছে। আপনারা জানেন যে যারা ইউরোপের বড় বড় দলগুলো কোচদের যে টাকা দেয় সেটা হয়তো আমাদের পুরো বাফুফের বাৎসরিক বাজেটের সমান। আমরা এখনই ওই পর্যায়ে যেতে পারব না।’
তবে উন্নতমানের কোচ আনার ক্ষেত্রে ক্রীড়া মন্ত্রণালয় আর্থিকভাবে সাহায্যের হাত বাড়াতে চায় জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘তবে উন্নতমানের কোচ আনার ক্ষেত্রে অর্থ যেন একটা বাধা হয়ে না দাঁড়ায় সেই জায়গা থেকে আমরা একটা সহযোগিতা করার বা একটা ফান্ড তাদেরকে দেওয়ার চেষ্টা করছি।’