
এশিয়া কাপে একক আধিপত্য চালাচ্ছে ভারত। গ্রুপ পর্ব কিংবা সুপার ফোর, এখন পর্যন্ত অপরাজিত গিল-সূর্যকুমাররা। সর্বশেষ বাংলাদেশকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সুপার ফোরের শেষ ম্যাচে আজ মাঠে নামছে ভারত ও শ্রীলঙ্কা। ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নামবে দুই দল। ফাইনাল নিশ্চিত করায় ভারতের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি কেবলই নিয়ম রক্ষার।
অন্যদিকে গ্রুপ ‘বি’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে গিয়ে যেন খেই হারিয়ে ফেলেছে শ্রীলঙ্কা। নিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানের কাছে হেরে কাগজে-কলমে টুর্নামেন্টে থেকে বিদায় নিয়েছে লঙ্কানরা।
তবে আজ নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী ভারতকে হারিয়ে সান্তনার জয় নিয়ে দেশে ফিরতে চান আসালাঙ্কা-হাসারাঙ্গারা। সেই লক্ষ্যে আজ মাঠে নামবেন সাবেক চ্যাম্পিয়নরা। এর আগে ২০২২ সালে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে লঙ্কানরা।
পরিসংখ্যানে দুই দলের খুব একটা পার্থক্য না থাকলেও বর্তমানে ভারতের বিপক্ষে জয় পাওয়া মোটেও সহজ নয়, তা ভালো করে জানা আছে লঙ্কান অধিনায়কের। এশিয়া কাপে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে এখন পর্যন্ত ২৩ বার মুখোমুখি হয়েছে ভারত-শ্রীলঙ্কা। সেখানে ভারতের ১২ জয়ের বিপরীতে লঙ্কানদের জয় ১১টি। এশিয়া কাপে নিজের শেষ ম্যাচে আজ সান্তনার জয় নিয়ে শ্রীলঙ্কা দেশে ফিরতে পারবে কি না, নাকি টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনাল নিশ্চিত করবে ভারত, সেটাই এখন দেখার বিষয়।