
পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান সুখোই সু-৫৭ ভারতে তৈরি করার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। ইতোমধ্যেই এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রস্তাব নয়াদিল্লিকে দিয়েছে মস্কো। বর্তমানে প্রস্তাবটি যাচাই-বাছাই করছে ভারত।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি ও ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি ভারত দুই স্কোয়াড্রন অর্থাৎ ৩৮টি সু-৫৭ যুদ্ধবিমান কেনার প্রস্তাব দেয় রাশিয়াকে। এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে মস্কো জানায়, “নয়াদিল্লির প্রস্তাব আমরা খুশি মনে গ্রহণ করছি এবং উপযুক্ত সময়ে বিমানগুলো সরবরাহ করা হবে।”
এছাড়াও রাশিয়ার পক্ষ থেকে আরও জানানো হয়, তারা চায় ভারতেই সু-৫৭ যুদ্ধবিমান তৈরি হোক। এর মাধ্যমে শুধু বিমান ক্রয় নয়, বরং ভারতীয় মাটিতে উৎপাদন প্রযুক্তি স্থানান্তরেরও সুযোগ তৈরি হবে। এখন ভারতের উত্তর প্রত্যাশা করছে মস্কো।
যদি ভারত এ প্রস্তাবে সাড়া দেয়, তাহলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনেটিকস লিমিটেড (HAL) যৌথভাবে এই যুদ্ধবিমান তৈরি করবে। সম্ভবত মহারাষ্ট্রের নাসিক জেলার HAL কারখানায় উৎপাদনের কাজ শুরু হবে, যেখানে এর আগেও মিগ সিরিজ ও সু-৩০ এমকেআই যুদ্ধবিমান তৈরি করা হয়েছিল।
সু-৫৭ হচ্ছে রাশিয়ার প্রথম পঞ্চম প্রজন্মের স্টেলথ ক্যাপাবল মাল্টিরোল যুদ্ধবিমান, যা সব আবহাওয়ায় উড়তে সক্ষম। এর রয়েছে: অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি, অতিরিক্ত গতিশীলতা, নিখুঁত স্থল আক্রমণ ও আকাশ প্রতিরক্ষা ফাঁকি দেওয়ার ক্ষমতা, দীর্ঘ পাল্লার আধুনিক অস্ত্র সজ্জা এবং মাল্টিরোল অপারেশন পরিচালনার সক্ষমতা।
রাশিয়া এর আগেও ভারতকে মিগ ও সুখোই সিরিজের বিভিন্ন বিমান যেমন মিগ-২১, মিগ-২৯ এবং সুখোই সু-৩০ এমকেআই সরবরাহ করেছে এবং ভারতে উৎপাদনের সুযোগও দিয়েছে। নতুন করে সু-৫৭ তৈরি হলে এটি হবে ভারত-রাশিয়ার প্রতিরক্ষা অংশীদারিত্বে আরেকটি বড় মাইলফলক।