Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

ভারতের ৫৪ নাগরিককে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ভারতের ৫৪ নাগরিককে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ভারতের ৫৪ নাগরিককে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
ভারতের ৫৪ নাগরিককে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র


অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগে ভারতের হরিয়ানা রাজ্যের ৫৪ জন নাগরিককে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল রোববার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল–৩–এ তাদের বহনকারী ওএই–৪৭৬৭ ফ্লাইটটি অবতরণ করে।

ভারতীয় পুলিশ জানায়, ফেরত পাঠানো এসব তরুণ যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় তথাকথিত ‘ডানকি রুট’ ব্যবহার করেছিলেন। এই রুটের মাধ্যমে দালালচক্র ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ ঘুরিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করায়।

Advertisement

ফেরত আসা ৫৪ জনের মধ্যে ১৬ জন করনাল জেলার, ১৫ জন কাইথালের, পাঁচজন আম্বালার, চারজন যমুনানগরের, চারজন কুরুক্ষেত্রের, তিনজন জিন্দের, দুজন সোনিপাতের এবং একজন করে পঞ্চকুলা, পানিপথ, রোহতক ও ফতেহাবাদ জেলার বাসিন্দা।

করনাল জেলার উপপুলিশ সুপার (ডিএসপি) সন্দীপ কুমার বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে আরও কয়েকজন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে, এর মধ্যে প্রায় ৫০ জন হরিয়ানার বাসিন্দা। এই ব্যক্তিরা ডানকি রুট ব্যবহার করে অবৈধভাবে প্রবেশ করেছিলেন। আমরা তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছি।’

তিনি আরও জানান, কোনো দালালের বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি, তবে তদন্ত চলছে। কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না, তা তদন্তে বেরিয়ে আসবে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ফেরত আসা ব্যক্তিদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। তাদের সবাইকে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর নীতি গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন। এতে অবৈধভাবে প্রবেশকারীদের ফেরত পাঠানোর ঘটনা বেড়েছে।

যুক্তরাষ্ট্রের আইনে বলা হয়েছে, বৈধ কাগজপত্র ছাড়া দেশে অবস্থানকারীরা বা অভিবাসন আইন লঙ্ঘনকারীরা সবাই ফেরতের আওতায় পড়বেন।

২০০৯ সাল থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ১৫ হাজার ৭৫৬ ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।
এর মধ্যে ২০১৯ সালে সর্বোচ্চ ২ হাজার ৪২ জন, ২০২০ সালে ১ হাজার ৮৮৯ জন ফেরত যান।

পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২২ সাল পর্যন্ত প্রায় ৭ লাখ ২৫ হাজার ভারতীয় নাগরিক যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছেন।





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
বাফুফের গঠনতন্ত্রে আসছে ব্যাপক পরিবর্তন

বাফুফের গঠনতন্ত্রে আসছে ব্যাপক পরিবর্তন

Next Post
অনির্বাণের সঙ্গে প্রেম ছিল, স্বীকার করলেন সোহিনী

অনির্বাণের সঙ্গে প্রেম ছিল, স্বীকার করলেন সোহিনী

Advertisement