
ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি সূর্য কান্ত। সোমবার (২৭ অক্টোবর) বর্তমান প্রধান বিচারপতি বিআর গাভাই লিখিতভাবে কেন্দ্রীয় সরকারের কাছে তার উত্তরসূরি হিসেবে সূর্য কান্তের নাম সুপারিশ করেছেন।
দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, ভারতের প্রচলিত নিয়ম অনুযায়ী, দায়িত্ব ছাড়ার এক মাস আগে বর্তমান প্রধান বিচারপতিকে তার উত্তরসূরির নাম লিখিতভাবে সরকারের কাছে পাঠাতে হয়। গেল সপ্তাহে ভারতের কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এ বিষয়ে বিআর গাভাইকে অনুরোধ জানিয়েছিলেন।
তবে সে সময় তিনি রাষ্ট্রীয় সফরে ভুটানে ছিলেন। গতকাল দেশে ফিরে আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে লিখিতভাবে নিজের উত্তরসূরির নাম জমা দেন তিনি।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠতম বিচারপতি হিসেবে সূর্য কান্ত হতে যাচ্ছেন ভারতের ৫৩তম প্রধান বিচারপতি। তিনি আগামী ২৪ নভেম্বর থেকে ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
বিচারপতি সূর্য কান্ত ভারতের বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ ও রাজনৈতিকভাবে স্পর্শকাতর একাধিক মামলার বেঞ্চে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি ভারতের নির্বাচন কমিশনকে বিহারের প্রায় ৬৫ লাখ ভোটারের বিস্তারিত তথ্য প্রকাশে নির্দেশ দেন, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল।
সূর্য কান্তের জন্ম ভারতের হরিয়ানা রাজ্যের হিসার জেলায়। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেন এবং ২০১৯ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান।
ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসে। তার পরই দায়িত্বভার গ্রহণ করবেন সূর্য কান্ত।