
শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরের যাত্রা শুরু করে বাংলাদেশ। ফাইনাল খেলার পথে এবার ভারত বাধা টাইগারদের সামনে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হট ফেভারিট ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে আগে কিছুটা দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ দল।
চোটের কারণে ভারতের বিপক্ষে অধিনায়ক লিটন দাসের খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। গত সোমবার ব্যাটিং অনুশীলনের সময় লিটন পাঁজরে চোট পান। এরপর মাঠেই তাকে প্রাথমিক চিকিৎসা করতে দেখা যায় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম ও প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে। পরে আর ব্যাট করেননি এই উইকেটরক্ষক ব্যাটার। বেঞ্চে বসেই লিটন দলের অনুশীলন দেখেছেন।
ব্যাট হাতে ফর্মের পাশাপাশি দুর্দান্ত নেতৃত্বের কারণে লিটনকে ফিট অবস্থায় পেতে চাইবে টিম টাইগার। তাই টাইগার অধিনায়কের জন্য সন্ধ্যা ৬টা পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজম্যান্ট।
লিটন খেলতে না পারলে ভারতের বিপক্ষে ব্যাকফুটে থাকতে হবে বাংলাদেশ দলকে। এছাড়া লিটন না খেললে দলকে নেতৃত্ব দেবেন কে, তা নিয়েও আছে অনিশ্চয়তা। কারণ টি-টোয়েন্টি দলে অধিনায়ক লিটনের সহকারী ঘোষণা করা হয়নি কাউকে।