
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) ‘প্রভাব’ মুক্ত যদি না হতে পারে তাহলে আইসিসির থাকার দরকার কী? এমন প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক স্পিনার সৈয়দ আজমল। করাচিতে এক অনুষ্ঠানে এ কথা বলেন পাকিস্তানের হয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।
ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, আজমলে মতে ‘বিশ্ব ক্রিকেটের সামগ্রিক স্বার্থে যদি আইসিসি নিরপেক্ষ ও নীতিগত সিদ্ধান্ত নিতে না পারে’ তাহলে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া উচিত। আজমল বলেন, ‘আইসিসি যদি ভারতীয় বোর্ডের ওপর নিজের সিদ্ধান্ত কার্যকর করতে না পারে, তাহলে তাদের অস্তিত্বেরই কোনো প্রয়োজন নেই।’
আজমল আরও দাবি করেন, টেস্ট খেলুড়ে বেশির ভাগ দেশই তার এই মতের সঙ্গে একমত, তবে তারা নিজেদের অবস্থান প্রকাশ্যে জানাবে না।
ভারতের কাছে আইসিসি কীভাবে অসহায় তারও একটি উদাহরণ দিয়েছেন পাকিস্তানের সাবেক এই স্পিনার। তিনি বলেন, ‘ভারতের পাকিস্তানে খেলা থেকে বিরত থাকার কোনো যৌক্তিক কারণ নেই। কিন্তু আইসিসি অসহায়, কারণ এটি এখন ভারতীয়দের দ্বারা নিয়ন্ত্রিত।’
আজমল পাকিস্তানের হয়ে ৩৫ টেস্টে ১৭৮ উইকেট নিয়েছেন। এছাড়া ১১৩ ওয়ানডেতে ১৮৪ উইকেট এবং টি–টোয়েন্টিতে ৬৪ ম্যাচে নিয়েছেন ৮৫ উইকেট। ২০১৭ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন আজমল।