
দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। তবে জয় উৎসবের মাঝে এক অস্বাভাবিক ঘটনা ঘটেছে — পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রফি না নিয়েই মাঠ ছেড়েছে ভারতীয় দল। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই দাবি করেছে, তাদের প্রাপ্য এশিয়া কাপ ট্রফি ও পদক পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি হোটেলে নিয়ে গেছেন। বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিসিসিআই।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, ‘আমরা একটি দেশের সঙ্গে যুদ্ধ করছি। সেই দেশের একজন নেতা যদি আমাদের হাতে ট্রফি তুলে দিতে আসেন, তাহলে সেটা আমরা মেনে নিতে পারি না। তাই ভারতীয় দল নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা ট্রফি নিইনি, তার মানে এই নয় যে সেটি বা পদকগুলো নিয়ে গিয়ে কেউ নিজের হোটেল কক্ষে রাখবেন। এটি অনভিপ্রেত ও অক্রীড়াসুলভ আচরণ। আমরা আশা করি, দ্রুতই ট্রফি ও পদক আমাদের কাছে ফেরত পাঠানো হবে।’
সাইকিয়া জানান, এসিসি সভাপতির এমন আচরণের তীব্র প্রতিবাদ জানানো হবে আগামী নভেম্বরে আইসিসির বৈঠকে।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের বিপক্ষে জয়কে সামরিক অভিযানের সঙ্গে তুলনা করে বলেন, ‘এটি যেন খেলার মাঠের ‘অপারেশন সিঁদুর’।’ বিসিসিআইও সেই বক্তব্যে সুর মিলিয়েছে। সাইকিয়া বলেন, ‘যেভাবে আমাদের সেনারা সীমান্তে অভিযান চালায়, ঠিক তেমনই এবার ভারতীয় ক্রিকেটাররা মাঠে সাড়া দিয়েছে। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।’
এশিয়া কাপের ফাইনালের পর মাঠে একটি কল্পিত ট্রফি নিয়ে উদ্যাপন করতে দেখা যায় ভারতীয় দলকে। ভারতীয় অধিনায়ক বিস্ময় প্রকাশ করে বলেন, ‘এমন ঘটনা আগে কখনও দেখিনি।’
অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক ও পিসিবি কর্তৃপক্ষ অভিযোগ করেছেন, ভারত ক্রিকেটকে রাজনৈতিক রঙ দিচ্ছে এবং ক্রীড়ার স্পিরিটকে অসম্মান করছে।
বিসিসিআই জানিয়েছে, তারা ভারতের কেন্দ্রীয় সরকারের ক্রীড়া-নীতি মেনেই কাজ করে। তাই পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলা হয় না, শুধুমাত্র বহুজাতিক টুর্নামেন্টেই মুখোমুখি হয় দল দুটি।