
বাহরাইনের একটি টুর্নামেন্টে ভারতের জার্সি গায়ে খেলেছেন পাকিস্তানের একজন কাবাডি খেলোয়াড়। তার হাতে ভারতের পতাকাও দেখা গেছে। ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। এই ঘটনায় আগামী ২৭ ডিসেম্বর জরুরি সভা ডেকেছে পাকিস্তান কাবাডি ফেডারেশন (পিকেএফ)।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের জার্সি খেলা সেই পাকিস্তানি খেলোয়াড়ের নাম উবাইদুল্লাহ রাজপুত। তিনি পাকিস্তান জাতীয় দলের খেলোয়াড়। বাহরাইনে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টে পাকিস্তানের ১৬ খেলোয়াড় অংশ নিয়েছিলেন। তবে পাকিস্তান তাদের অনাপত্তিপত্র দেয়নি, ফেডারেশনের কাছে কোনো অনুমতি চাওয়াও হয়নি। তাদের মধ্যে জাতীয় দল ও জাতীয় পর্যায়ের খেলোয়াড়রা ছিলেন।
পিকেএফ সেক্রেটারি রানা সারওয়ার বলেন, ‘নিজেরা নিজেরা দল বানিয়ে পাকিস্তানের নাম দিয়ে ওই টুর্নামেন্টে খেলেছে অভিযুক্তরা। দেশ কিংবা ফেডারেশন কোনো জায়গা থেকেই অনুমতি নেওয়া হয়নি।’
এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে পিকেএফ কর্মকর্তা বলেছেন, ‘একজন জাতীয় দলের খেলোয়াড় ভারতের হয়ে খেলেছে এবং তাদের পতাকা উঁচিয়ে ধরেছে। ব্যাপারটি ভালোভাবে তদন্ত করা হবে ও ‘শক্ত পদক্ষেপ’ নেওয়া হবে।’
পাকিস্তানের সম্মান ডুবিয়ে এমন টুর্নামেন্টে অংশ নেওয়া সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। ক্লাবের হয়ে বিভিন্ন দেশের ক্লাব একসঙ্গে খেলতে পারে। কিন্তু বিদেশি একটি দলের হয়ে খেলা এবং তাদের পতাকা উড়ানো অপরাধতুল্য।
এদিকে, বিবৃতি দিয়ে এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন উবাইদুল্লাহ। তিনি জানান, বাইরাইনে প্রতি বছরই টুর্নামেন্টটি হয় এবং এর আগেও সেখানে তিনি অংশ নিয়েছিলেন। আগে যে দলের হয়ে তিনি খেলেছিলেন, সেই দলটি এবার ডাকেনি তাকে। অন্য একটি দল তাকে আমন্ত্রণ জানায়, তাই তিনি বাইরাইনে যান।
উবাইদুল্লাহ আরও জানান, তিনি জানতেন না দল দুইটির নাম ভারত ও পাকিস্তান হবে। মাঠে প্রবেশের সময় বন্ধুরা তাকে জানায় যে তিনি ভারতের হয়ে খেলছেন। তখন তিনি ধারাভাষ্যকারকে অনুরোধ করেন যেন ঘোষণা দেওয়া হয় এটি ভারত-পাকিস্তান ম্যাচ নয়, বরং একটি স্থানীয় কাপ।
তিনি বলেন, ‘মাঠে পৌঁছানোর পর ভারত-পাকিস্তান স্লোগান দেওয়া হয়, তবে তার মনে ছিল না যে এমন স্লোগান উঠবে বা পতাকা ওড়ানো হবে। এটি শুধুই একটি কাপ, বিশ্বকাপ নয়। বিশ্বকাপ এভাবে হয় না। যদি এটি বিশ্বকাপ হতো, তবে তিনি অবশ্যই পাকিস্তানের হয়েই খেলতেন, কারণ তিনি একজন পাকিস্তানি।’
উল্লেখ্য, বাহরাইনের ওই টুর্নামেন্টটি ছিল তৃতীয় জিসিসি কাবাডি কাপ, যা ১৬ ডিসেম্বর বাহরাইনের সালমাবাদে গালফ এয়ার ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে বাহরাইন, কুয়েত, দুবাই ও ওমানের দল অংশ নেয়।