
মাঠে যেমন আধিপত্য, ক্রিকেট প্রশাসনেও ভারতের প্রভাব নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন আইসিসির সাবেক ম্যাচ রেফারি ক্রিস ব্রড। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ভারতের এক ম্যাচে নিয়ম অনুযায়ী স্লো ওভার রেটের কারণে শাস্তি দেওয়ার কথা থাকলেও, তাকে ফোন করে ভারতকে রেহাই দিতে বলা হয়েছিল।
ব্রড বলেন, ম্যাচ শেষে ভারত তিন-চার ওভার পিছিয়ে ছিল। নিয়ম অনুযায়ী জরিমানা হওয়ার কথা ছিল, কিন্তু আমাকে ফোন করে বলা হয় ‘এটা ভারত, সহানুভূতিশীল হোন।’ তারপর কোনোভাবে অতিরিক্ত সময় বের করে তাদের শাস্তি এড়ানো হয়।
তিনি আরও জানান, এর পরের ম্যাচেও একই ঘটনা ঘটে। সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে থাকা ভারত তখনও নির্ধারিত সময়ে ওভার শেষ করতে পারেনি। ব্রড বলেন, ফোন করে বলা হয়েছিল, গাঙ্গুলীকে শুধু জরিমানা করতে, দলকে নয়।
আইসিসির এই সাবেক কর্মকর্তা অভিযোগ করেছেন, ভারতের প্রভাব এখন এতটাই গভীর যে সংস্থাটি কার্যত বিসিসিআইয়ের নিয়ন্ত্রণে। তিনি বলেন, ভারতের কাছে এখন সব অর্থ। আইসিসিকে তারা নানা উপায়ে নিয়ন্ত্রণ করছে। এখন প্রতিষ্ঠানটি অনেক বেশি রাজনৈতিক হয়ে গেছে।
উল্লেখ্য, আইসিসির ২০২৪-২৭ বাণিজ্যিক চক্রে সবচেয়ে বেশি রাজস্ব পাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সংস্থার মোট আয়ের ৩৮.৫ শতাংশই যাচ্ছে ভারতের ভাগে, যা বছরে প্রায় আড়াই হাজার কোটি টাকা।
২০০৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ক্রিস ব্রড। এ সময়ে তিনি ১২৩ টেস্ট, ৩৬১ ওয়ানডে ও ১৩৮ টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেন। আইসিসি কর্তৃপক্ষ তার চুক্তি নবায়ন না করায় ২০২৪ সালে দায়িত্ব থেকে বিদায় নেন তিনি।