
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘H-1B’ ভিসার জন্য ১ লাখ ডলারের ফি ঘোষণা করার পর যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ‘ক্লগ দ্য টয়লেট’ বা ‘টয়লেট আটকে দাও’ অভিযান। মূলত ভারতীয়দের যুক্তরাষ্ট্রে ফিরে যেতে বাধা দেওয়ার জন্য ডানপন্থী অনলাইন সংগঠনগুলো এই অভিযান চালায়।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভিসা ফি ১ লাখ ডলারে উন্নীত করার বড় ঘোষণাটি ভারতীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। কেননা ভারতীয়রা ছিলেন ‘H-1B’ ভিসার সবচেয়ে বড় সুবিধাভোগী।
এ অবস্থায় ‘টয়লেট বন্ধ করো’ অভিযানের মাধ্যমে ভারতীয়দের যুক্তরাষ্ট্রে ফিরে যেতে বাধা দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে বিমান বুকিং সিস্টেমগুলোতে অতিরিক্ত চাপ দেওয়া হয়।
প্রতিবেদন অনুসারে, অভিযানের পেছনে হাত রয়েছে ‘4Chan’ নামের এক অনলাইন ফোরামের। এই ফোরামের লোকেরা ভারতীয়দের যুক্তরাষ্ট্রে যাওয়া ঠেকাতে বিমানের টিকিট ব্লক করার চেষ্টা করেন। মূলত তারা টিকিট বুকিং দিচ্ছেন, কিন্তু টিকিট কাটছেন না। এর ফলে নতুন ক্রেতারা টিকিট পাচ্ছেন না, কারণ টিকিট সংরক্ষিত দেখাচ্ছে। পাশপাশি হু হু করে বেড়ে যাচ্ছে টিকিটের দাম।
নিজেদের ফোরামে একটি ছবিও পোস্ট করে তারা। সেখানে বিস্তারিতভাবে লেখা হয়, কীভাবে ভারতীয়দের টিকিট কেনা আটকানো সম্ভব।
সেখানে বলা হয়েছে, অনলাইনে ভারতের যে কোনো বিমানবন্দর থেকে আমেরিকার বিমানবন্দরের মধ্যে টিকিট খুঁজে সেই আসন সংরক্ষণ করতে হবে, কিন্তু টাকা দিয়ে বুক না করলেও চলবে। কারণ বিমান সংস্থা টাকা না পেলেও ১৫ মিনিট ওই আসন সংরক্ষিত করে রাখবে। ১৫ মিনিট নিজেদের কম্পিউটারে ওই স্ক্রিন-পেজ খুলে রাখতে হবে এবং বার বার একই কাজ করতে হবে।
ফোরামের পোস্টে আরইও বলা হয়, ট্রাম্পের ঘোষণার পরে ভারতীয়রা জেগেছে। তাদেরকে ভারতেই রাখতে চান? তাহলে বিমানের রিজার্ভেশন ব্যবস্থা বন্ধ করে দিন। একজন ব্যবহারকারী লিখেছেন, তিনি প্রায় ১০০ আসন আটকে দিয়েছেন।