
সম্প্রতি বাংলাদেশ-শ্রীলঙ্কার মাঠের লড়াই নিয়মিত জমে উঠছে। মাঠে দুই দলের খেলোয়াড়রা থাকেন বেশ আগ্রাসী মেজাজে। মাঠের উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারিতেও। কথার লড়াইয়ে জড়ান দুই দেশের সমর্থকরা। এতেই বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াই রূপ নিয়েছে দ্বৈরথে। তবে এই দ্বৈরথটা শুধু ভক্তদের মাঝেই রেখে দিতে চান লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
গত ৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এশিয়া কাপ। শনিবার (১৩ সেপ্টেম্বর) টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আসালাঙ্কা বলেন, ‘আমার মনে হয় আমরা সবাই জানি যে তারা এই মুহূর্তে সত্যিই ভালো করছে এবং আমরা তাদের বিপক্ষে শ্রীলঙ্কায় সিরিজ হেরেছি। আমি মনে করি সিরিজ হারলেও আমরা এখন পর্যন্ত ভালো ক্রিকেট খেলেছি। আমরা কেবল আমাদের মূল বিষয়গুলো ও পরিকল্পনাগুলো সঠিকভাবে অনুসরণ করতে এবং ভালোভাবে কার্যকর করতে চাই।’
দুই দলের দ্বৈরথ প্রসঙ্গে লঙ্কান অধিনায়ক বলেন, ‘আমি আসলে মনে করি ভক্তদের জন্য এটি একটি রাইভালরি এবং আমাদের খেলোয়াড়দের জন্য ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াই। আমরা শুধু বাংলাদেশকে নয়, অন্যান্য দেশগুলোকেও ভালো খেলা উপহার দিতে চাই।’
তিনি আরও বলেন বলেন, ‘আমি মনে করি হ্যাঁ, (রাইভালরি) কিছুটা অনুপ্রেরণা দেয়। তবে একই সঙ্গে আমি মনে করি এটি আমাদের জন্য কেবল একটি খেলা এবং আমরা কেবল আমাদের মূল বিষয় ও পরিকল্পনাগুলো সঠিকভাবে অনুসরণ করি।’