
তারকাদের সামনে পেলে ভক্তদের উচ্ছ্বাস বাঁধ মানতে চায় না। আর বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন হলে তো সেই উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ স্বাভাবিকভাবেই কিছুটা বেশিই হয়। এবার গুজরাটে তাকে দেখতে নিরাপত্তা বলয় টপকে উন্মত্ত ভক্তদের কাণ্ডে রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছেন শাহেনশা নিজেও।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ৮৩ বছর বয়সেও নিজের কাজের প্রতি অপরিসীম শ্রদ্ধা রাখেন অমিতাভ বচ্চন।
শুক্রবার (৯ জানুয়ারি) ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’-এর তৃতীয় মরশুমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে মুম্বাই থেকে গুজরাটের সুরাটে গিয়েছিলেন তিনি।
সেখানে বন্ধুর সঙ্গে দেখা করে বেরনোর সময়েই অনভিপ্রেত অভিজ্ঞতার মুখোমুখি হন অমিতাভ বচ্চন।
এদিকে অভিনেতার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেট দুনিয়ায় চলছে তুমুল সমালোচনা।
ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান কক্ষে ঢোকার সময় অমিতাভ বচ্চনকে ঘিরে রয়েছে বহু জনতা। সবাইকে সরিয়ে নায়ককে এগিয়ে নিয়ে যেতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তারক্ষীদের। ভিড়ের চাপে এগোতেও পারছেন না বিগ বি’।
কিছুদিন আগে ঠিক একই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তেলেগু ছবির অভিনেত্রী নিধি আগরওয়াল। দা রাজা সাব ছবির গানের মুক্তির জন্য একটি অনুষ্ঠানে পৌঁছে হেনস্থার শিকার হতে হয়েছিল নায়িকাকে। এরপর একই ঘটনা ঘটে সামান্থা রূপ প্রভু এবং থালাপতি বিজয়ের সঙ্গেও।