
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন সূচি পিছিয়ে গেছে এক সপ্তাহ। পূর্বঘোষণা অনুযায়ী আগামী ১৭ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও এখন তা হবে ২৪ ডিসেম্বর। একইভাবে ১৯ ডিসেম্বর সিলেটে প্রথম ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী প্রতিযোগিতা শুরু হবে ২৬ ডিসেম্বর।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সাখাওয়াৎ হোসেন জানান, দলগুলোকে যথেষ্ট প্রস্তুতি ও ব্যাট–প্যাডসহ ক্রিকেটের সরঞ্জাম কেনার সময় দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিপিএল খেলোয়াড় নিলাম পূর্বনির্ধারিত ৩০ নভেম্বর-ই অনুষ্ঠিত হবে। প্রায় চূড়ান্ত হওয়া নিলাম তালিকায় একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে থাকছেন সাবেক লেগ স্পিনার পীযূষ চাওলা, যিনি ২০১২ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। নিলাম থেকে কোনো দল তাকে নিলেই বিপিএলে প্রথম ভারতীয় হিসেবে মাঠে নামবেন তিনি।
এবারের বিপিএল নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন পাঁচ শতাধিক বিদেশি ক্রিকেটার। যাচাই–বাছাই শেষে প্রায় ২৫০ জনকে নিলামে তোলা হবে। বিদেশিদের ‘এ’ ক্যাটাগরিতে ১৩ জন শ্রীলঙ্কান, মোট ৫১ জন শ্রীলঙ্কান খেলোয়াড় রয়েছে তালিকায়। পাকিস্তান থেকে নিবন্ধন করেছেন ৪৫ জন, ওয়েস্ট ইন্ডিজ থেকে ৩০ জন।
‘এ’ ক্যাটাগরিতে থাকছেন দাসুন শানাকা, দুষ্মন্ত চামিরা, জনসন চার্লস, শোয়েব মালিক, ওয়েইন পারনেল, মাতিশা পাথিরানাসহ অন্যান্যরা।
দলগুলো ইচ্ছামতো বিদেশি খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে, তবে প্রতি ম্যাচে খেলতে পারবেন সর্বোচ্চ চারজন। নিলাম তালিকার বাইরেও বিদেশি খেলোয়াড় নেওয়া যাবে, তবে নিলাম থেকে কমপক্ষে দুজনকে নেওয়া বাধ্যতামূলক।
স্থানীয় খেলোয়াড়দের ক্যাটাগরি ও ভিত্তিমূল্য
স্থানীয় ক্রিকেটারদের খসড়া তালিকা চূড়ান্ত হয়নি। নির্ধারিত ভিত্তিমূল্য—
-
‘এ’ ক্যাটাগরি: ৫০ লাখ
-
‘বি’: ৩৫ লাখ
-
‘সি’: ২২ লাখ
-
‘ডি’: ১৮ লাখ
-
‘ই’: ১৪ লাখ
-
‘এফ’: ১১ লাখ টাকা
প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে সরাসরি চুক্তিতে ২ জন স্থানীয় এবং নিলাম থেকে কমপক্ষে ১২ জন স্থানীয় ক্রিকেটার নিতে হবে—‘এ’ থেকে অন্তত একজন, ‘বি’, ‘সি’, ‘ডি’ থেকে তিনজন করে এবং ‘ই’ থেকে দুজন।
যাদের সঙ্গে ইতোমধ্যে চুক্তি হয়েছে
-
সিলেট টাইটানস: মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ
-
রংপুর রাইডার্স: মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান
-
ঢাকা ক্যাপিটালস: তাসকিন আহমেদ, সাইফ হাসান
-
চট্টগ্রাম রয়্যালস: মেহেদী হাসান, তানভীর ইসলাম
-
নোয়াখালী এক্সপ্রেস: হাসান মাহমুদ, সৌম্য সরকার
-
রাজশাহী ওয়ারিয়র্স: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান
এ ছাড়া জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস, তানজিদ হাসান তামিম ও মোহাম্মদ নাঈম আছেন ‘এ’ ক্যাটাগরিতে।