
লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা বাঁহাতি ব্যাটার ইমরুল কায়েস এবার কোচিংয়ে পথচলা শুরু করলেন। ঘরোয়া লিগে খেলে চলা ৩৮ বছর বয়সী এই ক্রিকেটারকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের জন্য ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সিলেট টাইটান্স।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে দলটি।
সবশেষ বিপিএলে বরিশালের হয়ে খেলেছিলেন ইমরুল। এর আগে টুর্নামেন্টে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে সবচেয়ে সফল সময় কাটিয়েছেন তিনি—অধিনায়ক হিসেবে জিতেছেন একাধিক শিরোপা।
বিপিএলে পাঁচ দলের হয়ে মোট ১১৫ ম্যাচে ১১৩ ইনিংসে করেছেন ২,৩৬৪ রান; স্ট্রাইকরেট ১১৭.৬৭, ফিফটি ১১টি। ক্যারিয়ারের শেষদিকে এসে বছরের বেশির ভাগ সময় অস্ট্রেলিয়ায় থাকেন ইমরুল, যেখানে তার একটি ক্রিকেট একাডেমি রয়েছে। সিলেটের কোচিং প্যানেলে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে কোচিং ক্যারিয়ার শুরু করলেন তিনি।
সিলেট টাইটান্স ইতোমধ্যে তাদের কোচিং স্টাফও চূড়ান্ত করেছে। প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহেল ইসলাম—যিনি এর আগে জাতীয় দল ও ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কোচিংয়ের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। তার সহকারী হিসেবে থাকছেন মাহমুদ ইমন, যিনি সর্বশেষ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের সঙ্গে কাজ করেছেন।
পেস বোলিং কোচের দায়িত্বে থাকবেন জাতীয় দলের সাবেক পেসার সৈয়দ রাসেল, আর স্পিন বোলিং কোচ হিসেবে যুক্ত হয়েছেন এনামুল হক জুনিয়র।