
শিল্পগোষ্ঠী সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার, তার ভাই রিক হক সিকদার ও বোন পারভীন হক সিকদারের নামে থাইল্যান্ডের ব্যাংককে থাকা সাতটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান এ আবেদন করেন।
যেসব প্রতিষ্ঠানের শেয়ার অবরুদ্ধ করা হয়েছে সেগুলো হলো—কই রেস্টুরেন্ট কোম্পানি লিমিটেড, সিকদার গ্রুপ লিমিটেড, সিকদার হোল্ডিং লিমিটেড, আর অ্যান্ড আর রেস্টুরেন্ট গ্রুপ লিমিটেড, জিরানা কোম্পানি লিমিটেড, জে আর আর্কিটেক্ট লিমিটেড এবং সিকদার অ্যান্ড গারিট ডেভেলপমেন্ট লিমিটেড।
এর আগে এ বছরের ৩০ এপ্রিল সিকদার পরিবারের নামে থাকা ২০৩টি ব্যাংক হিসাব, ৯ মার্চ ৪২টি বিও হিসাব অবরুদ্ধ এবং ১১ মার্চ তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। এছাড়া গত বছরের ২৩ ডিসেম্বর পরিবারের কয়েকজন সদস্যের নামে থাকা ১৫টি ভবন ও ফ্লোর জব্দের আদেশ দেওয়া হয়েছিল।
দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনোয়ারা সিকদার এবং তাঁর সন্তানরা প্রভাব খাটিয়ে বিপুল অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার করেছেন। তাঁদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে তদন্ত চলছে।