
চলতি মৌসুমে ইংল্যান্ডের সান্ডারল্যান্ড থেকে বসুন্ধরা কিংসে যোগ দিয়েছিলেন প্রবাসী তরুণ ফুটবলার কিউবা মিচেল। প্রতিভাবান এই ফুটবলারকে দলে ভিড়িয়ে চমক সৃষ্টি করেছিল কিংস। তবে ঠিক মতো বেতন না পাওয়ায় কয়েক মাস না যেতে ক্লাবটি ছাড়ার ঘোষণা দিয়েছেন কিউবা মিচেল।
শনিবার (৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি চিঠি পোস্ট করে বসুন্ধরা কিংস ছাড়ার ঘোষণা দেন কিউবা। সেই চিঠিতে তিনি লিখেছেন, ‘আজ আমি বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি শেষ করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ দীর্ঘদিন ধরে আমার প্রাপ্য বেতন পরিশোধ করা হয়নি। এটাই আমার এই সিদ্ধান্ত নেওয়ার প্রধান কারণ। তবে যেসব সমস্যা বারবার সামনে এসেছে কিন্তু কোনো সমাধান হয়নি, সেই পরিস্থিতিতে খেলা চালিয়ে যাওয়া মানসিক ও শারীরিকভাবে খুবই কঠিন হয়ে পড়েছিল।’

কিউবা মিচেল আরও লিখেছেন, ‘এখানে আমার সময়টা খুব বেশি দীর্ঘ ছিল না, তবুও এটি ছিল গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আমি এখানে আসার পর থেকেই এখানকার জীবনযাপন, সংস্কৃতি ও মানুষদের আপন করে নিয়েছিলাম। আমি কিছু অসাধারণ সতীর্থ ও সমর্থকের সঙ্গে পরিচিত হয়েছি, যারা আমাকে আপন করে নিয়েছিল।’
কিংস থেকে বিদায় নেওয়ার সময় সতীর্থ ফুটবলারদের উদ্দেশ্যে কিউবা লিখেছেন, ‘যারা একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন– বিশেষ করে যারা বেতন না পাওয়া বা প্রতিশ্রুতি ভঙ্গের কারণে নীরবে কষ্ট সহ্য করছেন, তারা যেন নিজেদের কণ্ঠ খুঁজে পান। ন্যায্য ও পেশাদার আচরণ চাওয়ার কারণে কোনো খেলোয়াড়েরই নিজেকে অসহায় মনে করা উচিত নয়।’

এর আগে ঠিকমতো বেতন না পাওয়ার কারণে বসুন্ধরা কিংস ছাড়েন আরেক প্রবাসী ফুটবলার তারিক কাজী। এছাড়া ক্লাবের সাবেক কোচ ভ্যালোরিও তিতেও টাকা না পেয়ে ফিফায় অভিযোগ করেছিলেন। যার কারণে ফিফার নিষেধাজ্ঞায় পড়তে হয় বসুন্ধরা কিংসকে।