
সিডনিতে অ্যাশেজের শেষ টেস্টে বাগড়া দিয়েছে বৃষ্টি। এতে খেলা হয়েছে মাত্র ৪৫ ওভার। এ দিন মাত্র রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল ইংল্যান্ড। তবে জো রুট ও হ্যারি ব্রুকের অপরাজিত ফিফটিতে স্বস্তি নিয়ে দিন শেষ করেছে ইংলিশরা।
রোববার (৪ জানুয়ারি) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। তবে শুরুটা ভালো হয়নি তাদের। মাত্র ৫৭ রানের মধ্যেই তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকতে থাকে ইংল্যান্ড।
বেন ডাকেট ২৭, জ্যাক ক্রলি ১৬ ও জ্যাকব বেথেল ১০ রান করে সাজঘরে ফিরে যান। এরপর রুট ও ব্রুক মিলে অজি বোলারদের সামলে এই ধাক্ক সামাল দেন। সাবলীল ব্যাটিংয়ে দু’জনেই তুলে নেন ফিফটি। দিন শেষে ১৫৪ রানের জুটি গড়েন ব্রুক-রুট।।
বৃষ্টিবিঘ্নিত দিনে ৪৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ৮ চারের সাহায্য রুট ৭২ ও ৬ চার ও ১ ছক্কায় ৭৮ রানে অপরাজিত আছেন ব্রুক। অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক, মাইকেল নেসার ও স্কট বোল্যান্ড নেন ১টি করে উইকেট।