
সম্প্রতি ক্লাব ও প্রধান কোচ আর্নে স্লটকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। দলের বাজে অবস্থার মধ্যে তার বিস্ফোরক মন্তব্যে করায় তোপের মুখে পড়েন তিনি। এই ঘটনার পর সালাহ ড্রেসিংরুমে ক্ষমা চেয়েছেন চেয়েছেন বলে জানিয়েছেন লিভারপুল মিডফিল্ডার কুর্টিস জোন্স।
লিডস ইউনাইটেডের সঙ্গে লিভারপুলের ৩-৩ গোল ড্রয়ের ম্যাচ শেষে সালাহ টানা তিন ম্যাচ বেঞ্চে বসে থাকায় ক্ষোভ উগরে দেন। ফর্মে না থাকায় বাদ পড়ার পরও তিনি দাবি করেন, দলের জন্য এতকিছু করার পরও প্রাপ্য সম্মান তিনি পাননি এবং তাকে বলির পাঁঠা বানানো হয়েছে।
এছাড়া কোচ স্লটের সঙ্গে সম্পর্ক ভাঙার আভাসও দেন সালাহ। আর ক্লাবের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন। ওই মন্তব্যের পর ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের স্কোয়াডে জায়গা হয়নি সালাহর।
এ সব ঘটনায় সালাহ ক্ষমা চেয়েছেন জানিয়ে স্কাই স্পোর্টসকে জোন্স বলেন, ‘মো নিজে একটি আলাদা সত্তা, সে তার মতো করে কথা বলতেই পারে। আমাদের কাছে ক্ষমা চেয়েছে সে এবং বলেছে, ‘যদি আমি কাউকে প্রভাবিত করি এবং এমন কিছু মনে হয়, তাহলে আমি ক্ষমা চাই।’ এমন মানুষই সে।’
জোন্স আরও বলেন, ‘মোকে আমি যতটুকু জানি, সে আমাদের সঙ্গে একই রকম ছিল। সে ইতিবাচক, হাসিখুশি ছিল এবং দলে কোনো পরিবর্তন হয়নি। সবাই তার সঙ্গে আগের মতো আচরণ করেছে। যে জিততে চায়, সে এমনই।’