
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন। জাতীয় দল থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটকে এখনও বিদায় বলেননি তিনি।
বিসিবির আসন্ন নির্বাচনে পরিচালক হিসেবে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন তামিম। ইতিমধ্যে ওল্ড ডিওএইচ ক্লাব থেকে কাউন্সিলর হয়েছেন বলে জানা গেছে। নির্বাচনে জয়ী হলে ক্রিকেট আর না খেলার কথা স্পষ্টভাবে জানালেন তিনি।
গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তামিম বলেছেন, ‘যদি বোর্ড পরিচালক হয়ে যাই, আমার মনে হয় না আর খেলব। এটা ভালো দেখায় না। আমি যদি বোর্ড নির্বাচন করি, যেটা আমি করবো, আর যদি আমি পরিচালক হতে পারি, তাহলে আমার কাছে মনে হয় না যে আমার খেলা উচিত হবে। যদি নির্বাচিত হই, তাহলে ক্রিকেটের ইতি টানতে হবে।’
তবে তিনি জানিয়েছেন, নির্বাচনে না গেলে বিপিএলে খেলার চেষ্টা করতেন। তামিমের ভাষায়, ‘নির্বাচন যদি না করতাম, হয়তো বিপিএল খেলার চেষ্টা করতাম। সেভাবেই প্রস্তুতি নিচ্ছিলাম। তবে আমি অনেক আগে থেকেই বাংলাদেশ ক্রিকেটকে ভালো করার চিন্তায় যুক্ত আছি। এটা আমার নতুন শখ নয়।’