
টেস্ট অভিষেকের ২৫ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশের ক্রিকেটে বিকেন্দ্রীকরণ হয়নি। সেই লক্ষ্যেই গত রোববার প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের আয়োজন করেছিল বিসিবি। দুই দিনব্যাপী এই কনফারেন্সের প্রথম দিন অংশ নিয়েছিল দেশের আটটি বিভাগ ও ৬৪টি জেলার প্রায় ২৫০ জন ক্রিকেট কোচ, কাউন্সিলর, নারী উদ্যোক্তা প্রতিনিধি ও ক্রীড়া কর্মকর্তা।
উদ্বোধনী দিনের কনফারেন্স শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন, কনফারেন্সের দ্বিতীয় ও শেষ দিনের সংবাদ সম্মেলনের আগে সাংবাদিকদের নিয়ে একসঙ্গে বাংলাদেশের টেস্ট অভিষেকের ২৫ বছর পূর্তি উদযাপন করবে বিসিবি। কিন্তু দিন ঘুরতেই দেখা গেল ভিন্ন চিত্র।
ঢাকার একটি হোটেলে গতকাল বিকাল ৪টায় টেস্ট অভিষেকের ২৫ বছর পূর্তিতে ক্রীড়া সাংবাদিকদের নিয়ে একসঙ্গে কেক কাটার দাওয়াত দিয়েছিল বিসিবি। তবে ঘড়ির কাঁটায় এক ঘণ্টা পেরিয়ে গেলেও বিসিবির পক্ষ থেকে কোনো ব্রিফই পায়নি অপেক্ষারত সাংবাদিকরা। তাদের গেটের বাইরে রেখেই ভেতরে কেক কাটেন বিসিবির প্রতিনিধিরা।
কনফারেন্সের প্রথম দিনও সংবাদ সম্মেলনে আধাঘণ্টা দেরিতে এসেছিলেন বোর্ড কর্মকর্তারা। টানা দুই দিন বিসিবির এমন ব্যবহারে শেষ পর্যন্ত সংবাদ সম্মেলন একযোগে বয়কটের ঘোষণা দেন উপস্থিত ক্রীড়া সাংবাদিকরা।