
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন ঘিরে কম নাটক হয়নি। আর একদিন বাদেই সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে নির্বাচন। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সকাল ১০টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। তার আগে বিসিবিতে বিরাজ করছে নির্বাচনী আমেজ। ব্যানার টানিয়ে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।
এবারের বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালসহ অন্তত ১৭ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। বড় প্রার্থীরা না থাকায় সভাপতি পদ নিয়ে রোমাঞ্চ অনেকটাই কমেছে। এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি এবং সহ-সভাপতি কারা হচ্ছেন সেটা নিয়েও খুব একটা নাটকীয়তা নেই।
তবুও যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, তারা প্রচারণায় সরব হয়েছেন। রোববার (৫ অক্টোবর) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম প্রাঙ্গণ সেজেছে বড় বড় সব পোস্টারে। এছাড়া দেয়াল জুড়ে লক্ষ্য করা গেছে প্রার্থীদের বড় বড় ব্যানার।
বিসিবির অফিস ভবনের দেয়ালে বড় করে সব প্রার্থীদের ছবি টানানো হয়েছে। যেখানে ফারুক আহমেদ, ইশতিয়াক সাদেকসহ অন্যান্য প্রার্থীদের ছবি রয়েছে।