
পর্দা উঠেছে নারী ওয়ানডে বিশ্বকাপের। বৃহস্পতিবার (২ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঠিক তার আগে বড় দুঃসংবাদ পেয়েছে দল। স্ট্রোক করেছেন নারী ক্রিকেট দলের প্রধান কোচ সারোয়ার ইমরান।
কলম্বোয় মাইনর স্ট্রোকের শিকার হন নারী দলের প্রধান কোচ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চির করেছেন নারী দলের সঙ্গে থাকা বিসিবির টিম ম্যানেজার এসএম গোলাম ফায়েজ।

গণমাধ্যমকে গোলাম ফায়েজ বলেন, ‘গতকালকে হুট করেই বাম পায়ে একটু অবশ অনুভূত হচ্ছিল স্যারের। তো আমরা ঝুঁকি না নিয়ে দলের চিকিৎসক মঞ্জু ভাইকে নিয়ে হাসপাতালে চলে যাই। সেখানে এমআরআই করানোর পর জানা গেল, ব্রেইনে মাইনর একটা স্ট্রোক হয়েছে তার।’
স্ট্রোকের পর গত সোমবার দিনটা হাসপাতালেই কাটিয়েছিলেন সরোয়ার ইমরান। মঙ্গলবার রাতের দিকে হাসপাতালের চিকিৎসকরা তাকে ছাড়পত্র দেন। আবারও দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। আপাতত তাকে নিয়ে খুব একটা শঙ্কা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।