
২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। ১২০ মিনিটের খেলায় ৩-৩ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে শেষ হাসি হাসে লিওনেল মেসির দল। প্রায় তিন বছর পর কিলিয়ান এমবাপ্পে জানালেন সেদিনের জয়টা আর্জেন্টিনারই প্রাপ্য ছিল।
এমবাপ্পে নিজের বেড়ে ওঠা, ফুটবল ক্যারিয়ারসহ বিভিন্ন বিষয়ে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন জর্জ ভালদানোকে। মুভিস্টার প্লাসে প্রচারিত ‘ইউনিভারসো ভালদানো’ নামের অনুষ্ঠানে তিনি ২০২২ বিশ্বকাপ ফাইনালে নিজের হ্যাটট্রিক নিয়ে বলেন, ‘ফাইনালে আপনি গোল করার কথা ভাবেন না, ভাবেন জেতার কথা। ওটা ছিল এক পাগলাটে ম্যাচ। আর্জেন্টিনার জয় প্রাপ্য ছিল। কারণ, ম্যাচজুড়ে তারা ভালো খেলেছিল।’
বিশ্বকাপের ফাইনালে প্রথমার্ধে দুর্দান্ত খেলেছিল আর্জেন্টিনা। ২-০ গোলে এগিয়ে ছিল তারা। সেখান থেকে হ্যাটট্রিক হ্যাটট্রিক করে ৩-৩ গোলে দলকে সমতায় ফেরান এমবাপ্পে। তবে শেষ পর্যন্ত টাইব্রেকারে হারতে হয় ফরাসিদের। এ প্রসঙ্গে এমবাপ্পে বলেন, ‘ম্যাচের একটা সময় আমরা ভালো খেলেছি। কিন্তু পুরোটা যদি দেখেন, তাহলে (ওদের জয়) প্রাপ্যই ছিল। এটা কষ্টদায়ক। তবে আমাদের ভুলে যাওয়া চলবে না। কারণ, সামনের ২০২৬ আসরে আমরা আরেকবার এমন কষ্টের সমাপ্তি চাই না।’
সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিজের আদর্শ মানেন বলে জানান এমবাপ্পে। তিনি বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো সব সময়ই আমার আদর্শ, আমার জন্য এক অনুকরণীয় উদাহরণ। আমি সৌভাগ্যবান যে তার সঙ্গে কথা বলতে পারি—তিনি আমাকে পরামর্শ দেন, সাহায্য করেন…আমার কাছে তিনি এক নম্বর।’
পিএসজিতে লিওনেল মেসির সঙ্গে খেলেছেন এমবাপ্পে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মেসির সঙ্গে খেলতে পারা ছিল এক বিশেষ সৌভাগ্য। আমি কখনো ভাবিনি, আমার ক্যারিয়ারে এমন কিছু ঘটবে। সব সময় আমার স্বপ্ন ছিল রিয়াল মাদ্রিদে খেলা, আমি কখনো বার্সেলোনায় যাওয়ার কথা ভাবিনি। আমি ধরে নিয়েছিলাম, মেসি তার পুরো ক্যারিয়ার সেখানেই (বার্সেলোনায়) কাটাবেন।’