
দেশের হকিতে এমন ভালো পারফরম্যান্স আর দেখা যায়নি। এমন আনন্দের দিনও আসেনি। বাংলাদেশের হকির ইতিহাসের পাতায় লেখা থাকবে জুনিয়র বিশ্বকাপে বাংলাদেশের এমন দুর্দান্ত পারফরম্যান্সের কথা। চ্যাম্পিয়ন হওয়ার জন্য জুনিয়র (অনূর্ধ্ব-২১) বিশ্বকাপে যায়নি বাংলাদেশ, গিয়েছিল যতটুকু ভালো খেলা যায়। গিয়েছিল শৃঙ্খলা বজায় রেখে দেশকে যতটা ভালো পারফরম্যান্স উপহার দেয়া যায়, তার জন্য। তবে পুরো টুর্নামেন্টে নজর কেড়েছে বাংলাদেশের রাকিবুল, অধিনায়ক সামিন, তানভীর, দ্বীন ইসলাম, জয়, আমিরুল ইসলাম, হাসান মাহমুদ, সাজু, আশরাফুলরা।
টুর্নামেন্টের সব আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন বাংলাদেশের আমিরুল ইসলাম। ছয় ম্যাচের মধ্যে চার খেলায় ম্যাচসেরা হয়েছেন তিনি। হ্যাটট্রিক করেছেন পাঁচ ম্যাচ। সব মিলিয়ে ১৮ গোল করেছেন পেনাল্টি কর্নার স্পেশালিস্ট আমিরুল ইসলাম। ম্যাচ জেতানোর পেছনের অন্যতম কারিগর হিসেবেও ছিলেন তিনি।

কোরিয়ার বিপক্ষে নিশ্চিত হারতে যাওয়া ম্যাচ হ্যাটট্রিক করে বাঁচিয়েছিলেন আমিরুল। এমন পারফরম্যান্সে মাদুরাইয়ে ভারতীয় দর্শকরাও আমিরুলের ভক্ত হয়ে গিয়েছিল। সুযোগ পেলেই আমিরুলের সঙ্গে ভারতীয় দর্শকরা সেলফি তোলার আবদার করেন। গ্যালারির কাছে গিয়ে আমিরুলও সেই আবদার মেটান, তোলেন সেলফি।
বিশ্বকাপে ২৬ দেশের মধ্যে ১৭তম হয়েছে বাংলাদেশ। স্থান নির্ধারণীর শেষ তিন খেলায় জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। গতকাল তৃতীয় খেলায় বাংলাদেশ ৫-৪ গোলে হারিয়েছে ইউরোপীয়ান দল অস্ট্রিয়াকে। তিন ম্যাচ জেতায় বাংলাদেশ ট্রফি পেয়েছে। চ্যাম্পিয়ন বলা হয়েছে বাংলাদেশকে। জুনিয়র বিশ্বকাপ হকির ২৬ দলের নিচের সারির আট দল নিয়ে স্থান নির্ধারণী ম্যাচ, তিন ম্যাচের তিনটিতেই জিতেছে বাংলাদেশের তরুণ খেলোয়াড়রা।

গতকালও বাংলাদেশের আমিরুল ইসলাম হ্যাটট্রিক করেছেন। রকি ও হোজাইফা দুই গোল করেছেন। তিন কোয়ার্টার পর্যন্ত বাংলাদেশ ৩-১ গোলে এগিয়ে ছিল। শেষ কোয়ার্টারে গিয়ে বাংলাদেশের ভুলের সুযোগে অস্ট্রিয়া শেষ কোয়ার্টারে ৩ গোল করে ম্যাচটা থামিয়ে দিচ্ছিল প্রায়। ভাগ্য ভালো সেটি হয়নি। বাংলাদেশ ৫-৪ গোলে ম্যাচ জিতে যায়। বাংলাদেশকে চ্যালেঞ্জার্স ট্রফি তুলে দিয়েছেন স্থানীয় অতিথিরা।
জুনিয়র বিশ্বকাপ হকির খেলা হচ্ছে চেন্নাইয়ে। গতকাল রাতেই বাসে করে চেন্নাইয়ে রওনা হয় বাংলাদেশ। ১০ ডিসেম্বর বিশ্বকাপ ফাইনালে স্পেন-জার্মানি খেলা দেখে ঢাকায় ফিরবেন খেলোয়াড়রা। ঢাকায় ১৫ ডিসেম্বর সংবর্ধনার আয়োজন করা হচ্ছে।