
আগামী বছর যৌথভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। বৈশ্বিক এই ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াতে আর ১ বছরও বাকি নেই। চলতি বছরের ডিসেম্বর মাসে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া ৯ সদস্যের ইরানি ফুটবল প্রতিনিধিদলকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি।
ইরান ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) মুখপাত্র আমির-মেহদী আলাউই জানিয়েছেন, ইরান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহেদী তাজ, জাতীয় দলের প্রধান কোচ আমির ঘালেনোই এবং আরও সাত অফিসিয়ালকে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে নিষিদ্ধ করা হয়েছে। যা আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইরান ফুটবলের প্রধান তাজ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করছেন। আগামী দুই সপ্তাহের মধ্যে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে।
কিছু কাগজপত্রের অভাবে ইরানি ফুটবল প্রতিনিধিদলের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। তবে এমন অভিযোগটি উড়িয়ে দিয়েছেন আমির-মেহদী। তিনি বলেন, নথিপত্র এখনও পাঠানো হচ্ছে এবং প্রক্রিয়াটি শনিবার শেষ হবে।
এবারের ফুটবল বিশ্বকাপ আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে খেলা অনুষ্ঠিত হবে।