
আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো সব ম্যাচে অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা। ঐতিহাসিক এই আসরে বাংলাদেশেরও এক জন প্রতিনিধি রয়েছেন-সাথিরা জাকির জেসি। উদ্বোধনী ম্যাচেই তাকে দেখা যাবে চতুর্থ আম্পায়ারের ভূমিকায়। এর মধ্য দিয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
মোট ৯টি ম্যাচে দায়িত্ব পালন করবেন জেসি। কখনো মাঠের আম্পায়ার, কখনো টিভি আম্পায়ার কিংবা চতুর্থ আম্পায়ার-সব ভূমিকাতেই থাকবেন তিনি। মূল আসর শুরুর আগেই প্রস্তুতি ম্যাচে তাকে দেখা যাবে মাঠের আম্পায়ার হিসেবে। আগামী বৃহস্পতিবার বেঙ্গালুরুতে ভারতের নারী ‘এ’ দল ও নিউজিল্যান্ডের ম্যাচে সরাসরি মাঠে সিদ্ধান্ত নেবেন তিনি।
মূল বিশ্বকাপে চারটি ম্যাচে মাঠের আম্পায়ার হবেন জেসি। ৩ অক্টোবর ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ৬ অক্টোবর নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ১৫ অক্টোবর ইংল্যান্ড-পাকিস্তান এবং ২৬ অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচে দায়িত্ব পালন করবেন তিনি। এছাড়া ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে থাকবেন চতুর্থ আম্পায়ার।
উদ্বোধনী ম্যাচের পর ১১ অক্টোবর কলম্বোতে শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন তিনি। একই সঙ্গে ১৯ অক্টোবর ইন্দোরে এবং ২৩ অক্টোবর নাভি মুম্বাইয়ে টিভি আম্পায়ার হিসেবে দেখা যাবে তাকে। সব মিলিয়ে ৯ ম্যাচে বিভিন্ন ভূমিকায় দায়িত্ব পালন করবেন জেসি।

গত বছর আইসিসি ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হন সাথিরা জাকির জেসি। এরপর থেকেই তিনি ধারাবাহিকভাবে নারী ক্রিকেটে আম্পায়ারিং করে আসছেন। ইতিমধ্যে নারী এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে দায়িত্ব পালন করেছেন। শুধু নারী ক্রিকেট নয়, ছেলেদের আন্তর্জাতিক ম্যাচেও দেখা গেছে তাকে। সর্বশেষ সিলেটে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
নারী ওয়ানডে বিশ্বকাপে সব নারী আম্পায়ারকে নিয়ে প্রথমবারের মতো যে ইতিহাস রচিত হচ্ছে, সেই ইতিহাসের অংশ হয়ে বাংলাদেশের নারী আম্পায়ার হিসেবে নতুন দিগন্ত উন্মোচন করলেন সাথিরা জাকির জেসি। দেশের ক্রিকেটের জন্য এটি নিঃসন্দেহে গর্বের একটি অধ্যায়।