
ভারতের বিশ্বকাপজয়ী নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে চলছিল ব্যাপক আলোচনা-গুঞ্জন। অবশেষে সেই গুঞ্জন সত্যি করে বিয়ে বাতিলের ঘোষণা দেন স্মৃতি।
গত ২৩ নভেম্বর বিয়ের দিন সকালে হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পর স্মৃতির পক্ষ থেকে জানানো হয়, তার বাবার অসুস্থতার জন্য তিনি বিয়ে স্থগিত রাখছেন। এর পর একই দিনে পলাশকেও হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।
এরপর থেকে আদৌ বিয়ে হবে কি না তা নিয়ে শুরু হয় আলোচনা। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটয়ে বিয়ে বাতিলের ঘোষণা দিয়েছেন স্মৃতি মান্ধানা।
বিয়ে বাতিলের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দিয়েছে পলাশ। এমন কঠিন সময়েও জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পলাশ বলেন, “আমি এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মানুষ ভিত্তিহীন গুজবে যেভাবে দ্রুত প্রতিক্রিয়া দিয়েছে, তা আমার কাছে কঠিন হয়ে উঠেছিল। খুব ভয় লেগেছে এই ঘটনায়। এটা আমার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। কিন্তু আমি আমার বিশ্বাসের সঙ্গে ভদ্রভাবে পরিস্থিতি সামাল দেব।”
তিনি আরও বলেন, “আমি সত্যিই আশা করছি, সমাজ হিসেবে আমরা শিখব, কোথায় থামতে হয়। ভিত্তিহীন গুজবে কান না দিয়ে নিজেদের থামাতে জানতে হবে। আমাদের কথা কিন্তু মানুষকে নানাভাবে আঘাত করতে পারে, যা আমরা হয়তো বুঝতেও পারব না।”
পলাশ বিবৃতির শেষে কড়া ভাষায় জানিয়েছেন, তার বিরুদ্ধে যারা ভিত্তিহীন গুজব ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন। সব শেষে তিনি লেখেন, “এই কঠিন সময়ে যারা আমার পাশে থাকলেন, তাদের অসংখ্য ধন্যবাদ।”
এর আগে ইনস্টাগ্রাম পোস্টে বিয়ে বাতিলের ঘোষণা দিয়ে স্মৃতি মান্ধানা লেখেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবনকে ঘিরে অনেক জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। আমি মনে করি এখন আমার পক্ষে কথা বলা গুরুত্বপূর্ণ। আমি খুব ব্যক্তিগত জীবনযাপন করি এবং সেটি বজায় রাখতে চাই। তবে স্পষ্ট করে জানাতে চাই- বিয়ে বাতিল করা হয়েছে।’
ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় সহযোগিতা চেয়ে স্মৃতি আরও লেখেন, ‘আমি এই বিষয়টি এখানেই শেষ করতে চাই এবং আপনাদের সকলকে একই অনুরোধ জানাচ্ছি। আমি আপনাদের অনুরোধ করছি, দয়া করে এই মুহূর্তে উভয় পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাদের নিজস্ব গতিতে এগিয়ে যাওয়ার সুযোগ দিন।’
তিনি লেখেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের সকলের এবং আমার একটি উচ্চতর উদ্দেশ্য রয়েছে। সব সময় সর্বোচ্চ স্তরে দেশের প্রতিনিধিত্ব করে আসছি। আমি আশা করি, যতদিন সম্ভব ভারতের হয়ে খেলা চালিয়ে যাব এবং ট্রফি জিততে পারবো। তাতেই আমার মনোযোগ থাকবে। আপনাদের সকলের সমর্থনের জন্য ধন্যবাদ। এগিয়ে যাওয়ার সময় এসেছে।’
বিয়ে বাতিলের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি মেসেজের স্ক্রিনশট ভাইরাল হয়। যেখানে এক নারীর সঙ্গে পলাশের সম্পর্কের বিষয়টি উঠে আসে।
স্ক্রিনশটে দেখা যায় ম্যারি ডি’কোস্তা নামে এক নারী ও পলাশের কথোপকথন। ওই নারীই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ সব স্ক্রিনশট শেয়ার করেছেন। যেখানে পলাশকে তার রূপের প্রশংসা করতে দেখা গিয়েছে। এছাড়া ম্যারি ডি’কোস্তার সঙ্গে দেখা করতে ও সাঁতারও কাটতে চান পলাশ।