
স্বামী-সন্তান নিয়ে এখন পুরোদোস্তর সংসারী বলিউড কুইন দীপিকা পাড়ুকোন। কাজের পরিমান কমিয়ে এনে পুরো সময়টাই এখন মেয়েকে দিচ্ছেন এই ডিভা। এমন সময়েই আবারও পাড়ুকোন পরিবারে বেজে উঠেছে বিয়ের সানাই, কনে দীপিকা পাড়ুকোনের বোন অনিশা।
দীপিকা-অনিশার বাবা খ্যাতনামা ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোন। তার ছোট মেয়ে অনিশা। হবু জামাইও ব্যবসায়ী পরিবারের সন্তান। বিয়ের আয়োজন করতে পুরোদমে ব্যস্ত পাড়ুকোন পরিবার।
মনস্তত্ত্ব, অর্থনীতি ও সমাজতত্ত্ব নিয়ে স্নাতক ডিগ্রি আছে অনিশা পাড়ুকোনের। এ ছাড়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে নিয়েছেন ব্যবস্থাপনার ডিগ্রি। বর্তমানে বড় বোন দীপিকার মানসিক স্বাস্থ্যের উন্নতির স্বার্থে তৈরি সংস্থা ‘লাভ, লিভ, লাফ’-এর কর্ণধার অনিশা। দীপিকার সংস্থার হয়ে অর্থ সংগ্রহ, প্রচার ও উন্নয়নের স্বার্থে পালন করছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
অনিশা পাড়ুকোনের হবু বরের নাম রোহন আচার্য। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সক্রিয় নন। যদিও তাকে বলিউডের বড় বড় তারকা অনুসরণ করেন।
ছোটবেলা থেকেই দুবাইয়ে থাকেন রোহন। কিংসটন বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি আছে তার ঝুলিতে। তবে এখন দুবাইয়ে পারিবারিক ব্যবসার দেখভাল করছেন পাড়ুকোন পরিবারের হবু বর। হবু স্বামীর সঙ্গে অনিশার আলাপ হয়েছে ভগ্নিপতি রণবীর সিংয়ের মাধ্যমে।
রোহনের মায়ের বাবা-মা ছিলেন পরিচালক বাসু ভট্টাচার্য ও রিঙ্কি ভট্টাচার্য। দিদিমা রিঙ্কি আবার খ্যাতনামা পরিচালক বিমল রায়ের মেয়ে। সেই সূত্র ধরে অনিশার শ্বশুরবাড়ির দিকে আছে বাঙালিযোগও। শুধু তা–ই নয়, সেই পরিবারের সঙ্গে আছে বর্ষীয়ান অভিনেতা প্রয়াত ধর্মেন্দ্র পরিবারের যোগাযোগও। তার ছেলে সানি দেওলের পুত্রবধূ দৃশা রোহনের বোন। যদিও বিয়ের দিনক্ষণ এখনই প্রকাশ্যে আনতে নারাজ পাড়ুকোন পরিবার।