
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার থালাপতি বিজয়। এই অভিনেতাকে ঘিরে ভক্তদের উন্মাদনা থাকে তুঙ্গে। ভক্তদের সেই উন্মাদনার কারণেই এবার নাজেহাল পরিস্থিতির শিকার হয়েছেন থালাপতি বিজয়। ভক্তদের হুড়োহুড়িতে এই অভিনেতার পরনের জামা পর্যন্ত ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২৮ ডিসেম্বর) রাতে মালয়েশিয়া থেকে চেন্নাই ফিরছিলেন বিজয়। সেখানে তিনি তার আসন্ন সিনেমা ‘জননায়কন’-এর অডিও লঞ্চ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন।
প্রিয় অভিনেতাকে একনজর দেখার জন্য আগে থেকেই বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন হাজারো ভক্ত। বিজয় যখন টার্মিনাল থেকে বেরিয়ে গাড়ির দিকে যাচ্ছিলেন, তখনই শুরু হয় আসল বিপত্তি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, চেন্নাই বিমানবন্দরে নেমে নিজের গাড়ি পর্যন্ত পৌঁছাতে বেশ বেগ পেতে হয় বিজয়কে। এক পর্যায়ে ভক্তরা অভিনেতার জামাকাপড় ধরে টানাটানি শুরু করেন। ভিড়ের চাপে ভারসাম্য হারিয়ে প্রায় পড়ে যাচ্ছিলেন তিনি।
তবে দেহরক্ষীদের তৎপরতায় শেষ পর্যন্ত নিজেকে সামলে কোনোভাবে গাড়িতে উঠে পড়েন এই সুপারস্টার বিজয়। তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কেবল থালাপতি বিজয়ই নন, সম্প্রতি নিধি আগারওয়াল, হর্ষবর্ধন রানে এবং সামান্থা রুথ প্রভুর সঙ্গেও প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে।