
সাম্প্রতিক সময়েই লিজেন্ডস লিগে খেলেছেন শোয়েব মালিক, আর ‘সি’ ক্যাটেগরির ফ্র্যাঞ্চাইজি লিগে মাঠে নেমেছেন রবি বোপারা। সামিত প্যাটেল, দিনেশ চান্দিমাল বা পিযুষ চাওলার মতো ক্রিকেটারদের এখন আর পেশাদার লিগগুলোতে তেমন চাহিদা নেই। অথচ শীর্ষ পর্যায়ের লিগে সুযোগ না পাওয়া এসব বিদেশিকেই এবার নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কর্তৃপক্ষ।
৩০ নভেম্বরের নিলামের তালিকায় স্থান পেয়েছেন দেশের সেই ক্রিকেটাররাও, যাদের বিরুদ্ধে গত বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। গাজী আশরাফ হোসেন লিপুর প্রস্তুত করা তালিকায় জায়গা হয়েছে তাদের সবার। অথচ ফিক্সিং–কলঙ্কমুক্ত ক্রিকেট ফেরাতে আগের মৌসুমে বিসিবি ঘটা করে তদন্ত করেছিল।
স্বাধীন তদন্ত কমিটির ৯০০ পাতার প্রতিবেদনে যারা কালো তালিকাভুক্ত হয়েছেন—ক্রিকেটার, কর্মকর্তা, সংগঠক বা মিডিয়া ম্যানেজার—কেউই বাদ পড়েননি আমিনুল ইসলাম বুলবুলের অনুমোদিত তালিকা থেকে। অথচ বিপিএল গভর্নিং কাউন্সিল আগেই জানিয়েছিল, তারা ‘পরিচ্ছন্ন’ বিপিএল উপহার দিতে চায়। বিসিবি সভাপতি বলেছিলেন, ইন্টিগ্রিটির ইস্যুতে কোনো ছাড় দেওয়া হবে না। নিলামের আগেই গত বিপিএলের অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বোর্ড থেকে।
ফিক্সিং প্রতিরোধে নিয়োগ দেওয়া হয়েছে আইসিসির দুর্নীতি দমন বিভাগের সাবেক কর্মকর্তা অ্যালেক্স মার্শালকে। আইসিসির একজন দুর্নীতি দমন কর্মকর্তা ও স্থানীয় একজন সিআইডি কর্মকর্তাকে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। তবু সমালোচনা থামছে না।
বিসিবির এক পরিচালক জানিয়েছেন, একই ব্যবসায়ী প্রতিষ্ঠান এবার সামনে ও পেছনে থেকে দুটি দল পরিচালনা করবে। এতে বড় দলটিকে এগিয়ে দিতে ছোট দল ম্যাচ ছেড়ে দিতে পারে—২০২৩ সালে ঢাকা ডমিনেটরসকে ঘিরে একই ধরনের অভিযোগ উঠেছিল।
এবার ব্যাংক জামানত বাধ্যতামূলক করা হয়েছে। গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, জামানতের বিকল্প হিসেবে নগদ টাকাও নেওয়া হচ্ছে, যাতে ক্রিকেটারদের পারিশ্রমিক নিশ্চিত করা যায়।
বিসিবি প্রথমে পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি দিতে চাইলেও শেষ পর্যন্ত এক বছরের জন্য দল বরাদ্দ দেওয়া হয়েছে। ২০২৬ সাল থেকে দীর্ঘমেয়াদি চুক্তির পরিকল্পনা রয়েছে। তবে এখন সবচেয়ে বড় উদ্বেগ—কালো তালিকায় থাকা ক্রিকেটারদের খেলার সুযোগ এবং তারকাহীন বিদেশি ক্রিকেটারদের দলে টানার প্রবণতা। এতে বিপিএলের সামগ্রিক মান ও গ্রেডিং কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: সমকাল