
মোহাম্মদ নবী ও হাসান ইসাখিল সম্পর্কে বাবা-ছেলে। গত চার বছরে বিভিন্ন দলে তাদের প্রতিপক্ষ হিসেবে দেখা গেছে। তবে এই প্রথম টি–টোয়েন্টি ক্রিকেটে একই দলে খেলতে নামছেন আফগানিস্তানের এই বাবা–ছেলে জুটি। নোয়াখালী এক্সপ্রেস একাদশে আছেন তারা দুজন।
রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যার ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কা ক্যাপিটালসের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে নোয়াখালী। দলের হয়ে এই ম্যাচ দিয়েই অভিষেক হচ্ছে মোহাম্মদ নবীর ছেলে উইকেটরক্ষক ব্যাটার ইসাখিলের।
আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে এর আগে ছয়টি ম্যাচে ভিন্ন দুই দলের হয়ে খেলেছেন নবী ও ইসাখিল। এবার বিপিএলের সৌজন্যেই প্রথমবার একই দলের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে বাবা-ছেলের।
রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পাওয়া একাদশে তিনটি পরিবর্তন এনেছে নোয়াখালী। বাদ পড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন, বিলাল সামি, জহির খান। তাদের জায়গায় এসেছেন হাসান ইসাখিল, আবু জায়েদ চৌধুরি রাহি ও ইহসানউল্লাহ।
ঢাকার একাদশে পরিবর্তন শুধু একটি। অভিজ্ঞ পেসার তাসকিনের আহমেদের জায়গায় তারা নিয়েছে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে।
ঢাকা ক্যাপিটালস একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, আব্দুল্লাহ আল মামুন, সাইফ হাসান, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন, শামীম হোসেন, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান শরিফি
নোয়াখালী এক্সপ্রেস একাদশ
হাবিবুর রহমান সোহান, হায়দার আলি, মেহেদি হাসান রানা, মোহাম্মদ নবী, হাসান ইসাখিল, হাসান মাহমুদ, ইহসানউল্লাহ, শাহাদাত হোসেন দিপু, সৌম্য সরকার, জাকের আলি অনিক, আবু জায়েদ চৌধুরি রাহি