
বিদায়ের ক্ষণে ২০২৫। ক্রিকেটে নেতৃত্ব বদল, ফুটবলে প্রবাসী ঢেউ আর অন্যান্য খেলায় পদকের জোয়ার মিলিয়ে বছরটা ছিল হৃদয়ের পর্দায় ভাসা এক দীর্ঘ চলচ্চিত্র। ২০২৫-এ বাংলাদেশ ক্রিকেট দলের মাঠের পারফরম্যান্স মাঝারি মানের হলেও মাঠের বাইরের অস্থিরতা ছাপিয়ে গেছে সবকিছু। নারীদের ক্রিকেটে ছিল উজ্জ্বলতা ও ঝড় দুটোই। বিশ্বকাপ বাছাই উতরে মূল পর্বে জায়গা পেয়ে যায় দলটি, কিন্তু মূল আসরে জিততে পেরেছে কেবল পাকিস্তানের… বিস্তারিত